Corona Update: এক ধাক্কায় ৭৭ হাজার কমল সক্রিয় রোগীর সংখ্যা, ক্রমশ বাড়ছে সুস্থতা
কমল দৈনিক সংক্রমণও
নিজস্ব প্রতিবেদন: দেশের করোনা পরিস্থিতিতে (Corona Update) কিছুটা হলেও আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। ক্রমশ নিম্নমুখী হচ্ছে করোনা গ্রাফ। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ (Daily Cases) ফের কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। শুধু তাই নয়, মৃত্যুর সংখ্যাও নেমেছে ৩ হাজারের গন্ডির নীচে। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭১৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন।
শুক্রবারের পরিসংখ্যানে যে বিষয়টি উল্লেখযোগ্য তা হল, সক্রিয় রোগীর সংখ্যা এক ধাক্কায় প্রায় ৭৭ হাজার কমেছে। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়াল ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩ এ। এদিকে করোনার দ্বিতীয় ওয়েভে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০ জন মানুষ। যাঁদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ২ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৫৪০ হাজার ৭০২ জন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে দ্রুত গতিতে বাড়ছে খাবারের দাম, উল্লেখ FAO এর রিপোর্টে
প্রসঙ্গত, দেশে মোট টিকা নিয়েছেন ২২ কোটি ৪১ লক্ষ ৯ হাজার ৪৪৮ জন। কোউইন অ্যাপে রেজিস্টার করা আরও সুবিধাজনক। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এবার থেকে ইংরেজির পাশাপাশি হিন্দি, মারাঠি ভাষাতেও কোউইন ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: Dominica-র আদালতে স্থগিত শুনানি, এখনই ভারতে Mehul Choksi-কে প্রত্যর্পণ নয়