Coronavirus: স্বস্তি বাড়িয়ে দেশে কিছুটা কমল দৈনিক আক্রান্ত-মৃত্যুর সংখ্যা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৭ জন। 

Updated By: May 9, 2022, 12:01 PM IST
Coronavirus: স্বস্তি বাড়িয়ে দেশে কিছুটা কমল দৈনিক আক্রান্ত-মৃত্যুর সংখ্যা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা গ্রাফের ওঠাপড়া চলছেই। তবে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৪৫১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০। 

এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৫ হাজার ৪০১। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ৫১ হাজার ২০৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৭২ লক্ষ ৭৫ হাজার ৩৩০।

আরও পড়ুন, করোনা ঠেকাতে চিনের নীতি 'ব্যর্থ', প্রভাব পড়ল বিশ্ববাজারেও

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.