Covid 19 fourth Wave: দেশ জুড়ে Covid 19-র চতুর্থ ঢেউয়ের ভয়; একদিনে আক্রান্ত ২,১৮৩, মৃত ২১৪
মোট সক্রিয় সংক্রমণ কমে হয়েছে ১১,৫৪২
নিজস্ব প্রতিবেদন: সোমবার দেশে একদিনে ২,১৮৩টি কোভিড সংক্রমণের ঘটনার কথা জানা গেছে। এরফলে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৩০,৪৪,২৮০।
গত ২৪ ঘণ্টায় দেশে ২১৪ জনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৫,২১,৯৬৫। এই খবর জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
India reports 2,183 fresh #COVID19 cases, 1,985 recoveries and 214 deaths in the last 24 hours.
Active cases 11,542 pic.twitter.com/UfFx8H3ao4
— ANI (@ANI) April 18, 2022
মোট সক্রিয় সংক্রমণ কমে হয়েছে ১১,৫৪২। জানা গেছে যে মোট সক্রিয় সংক্রমণ দেশের মোট সংক্রমণের ০.০৩ শতাংশ। দেশের জাতীয় রোগমুক্তির হার ৯৮.৭৬ শতাংশ।
আরও পড়ুন: Covid 19: রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অব্যবহৃত ২০.৬ কোটির বেশি কোভিড ভ্যাকসিন, জানাল কেন্দ্র
২৪ ঘণ্টায় কোভিড ১৯ সক্রিয় সংক্রমণে ১৬টি ঘটনা কম রেকর্ড করা হয়েছ। দৈনিক সংক্রমণের হার হয়েছে ০.৮৩ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার হয়েছে ০.৩২ শতাংশ। রোগমুক্তি ঘটেছে মোট ৪,২৫,১০,৭৭৩ জনের। এছাড়াও দেশের মৃত্যুর হার ১.২১ শতাংশ।