B.1.1.529: Omicron আবহে কেন্দ্রের আন্তর্জাতিক বিমান শুরুর সিদ্ধান্ত কি সঠিক? সমীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট
সমীক্ষায় সাধারণ মানুষের মনের কথা!
নিজস্ব প্রতিবেদন: ১৫ ডিসেম্বর থেকে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করতে চলেছে কেন্দ্র। একদিকে যখন করোনার নয়া প্রজাতি ওমিক্রন (Omicron) ঘিরে আতঙ্ক তুঙ্গে, তখন সরকারের এই সিদ্ধান্ত কি সঠিক? কী বলছে সাধারণ মানুষ?
সাধারণের মতামত জানতে সম্প্রতি একটি সমীক্ষা করেছে Local Circles নামে একটি সংস্থা। সেই সমীক্ষায় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে নিজেদের উত্তর দিয়েছেন দেশের অনেকে। সমীক্ষায় উঠে এসেছে, ৭২ শতাংশ সাধারণ মানুষ চায় বিদেশ থেকে ভারতে আগত যাত্রীদের জন্য RT-PCR টেস্ট বাধ্যতামূলক করা হোক। ৫১ শতাংশ ভারতীয় চায় বিমানযাত্রার ২৪ ঘণ্টার আগে RT-PCR টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক করা হোক এবং বর্তমান সমস্ত নিয়ম বলবৎ থাকুক। উল্লেখযোগ্য ভাবে, দেশের ৬৪ শতাংশ মানুষ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছেন। তাঁরা চাইছেন, ওমিক্রন (Omicron) আবহে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর সিদ্ধান্তকে ফের একবার বিবেচনা করুক কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে আরও ভাবনাচিন্তা করা প্রয়োজন।
দক্ষিণ আফ্রিকা, হংকং এবং ইজরায়েলে এই নতুন Covid-19 ভ্য়ারিয়েন্ট B.1.1529 পাওয়া গিয়েছে। এই দেশগুলি থেকে আসা এবং ট্রানজিট করা সমস্ত আন্তর্জাতিক ভ্রমণকারীদের "কঠোর স্ক্রিনিং এবং পরীক্ষা" করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। NICD জানিয়েছে যে এই নতুন করোনা ভাইরাসের রূপের নাম হল B.1.1.529। দক্ষিণ আফ্রিকা সরকার NGS-SA-এর সদস্য সরকারি পরীক্ষাগার এবং বেসরকারি পরীক্ষাগারগুলিকে অবিলম্বে জিনোম সিকোয়েন্সিং করার পরামর্শ দিয়েছে। যাতে জানা যায় এই ভ্যারিয়েন্টটি কতটা ছোঁয়াচে, কতটা বিপজ্জনক ও ক্ষতিকর।
আরও পড়ুন: Tripura Election Result Live: আমবাসায় খাতা খুলল তৃণমূল, খোয়াইয়ে BJP-র পক্ষে ফল ১৫-o
আরও পড়ুন: Omicron (B.1.1.529): বেঙ্গালুরুতে করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার ২ নাগরিক, দেশেও ঢুকল নয়া প্রজাতি?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)