HIV in India: গত ১০ বছরে HIV-র কবলে ১৭ লক্ষের বেশি মানুষ, কোন রাজ্যে কত আক্রান্ত?

একটি RTI-এর উত্তরে এই তথ্য জানিয়েছে NACO

Updated By: Apr 24, 2022, 08:46 PM IST
HIV in India: গত ১০ বছরে HIV-র কবলে ১৭ লক্ষের বেশি মানুষ, কোন রাজ্যে কত আক্রান্ত?

নিজস্ব প্রতিবেদন: অসুরক্ষিত যৌনতার কারণে বিগত ১০ বছরে ভারতে এইচআইভি (HIV)-তে আক্রান্ত হয়েছেন ১৭ লক্ষ মানুষ। মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়ের করা একটি আরটিআই (RTI)-এর উত্তরে এমনই তথ্য জানিয়েছে ন্যাশনাল এআইডিএস কন্ট্রোল অর্গানাইজেশন

NACO-র তরফে দেওয়া তথ্যে বলা হয়েছে, ২০১১ তেকে ২০২১-এর মধ্য়ে অসুরক্ষিত যৌনতার ফলে ১৭ লক্ষ ৮ হাজার ৭৭৭ জনের এইচআইভি (HIV) রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি আক্রান্ত। রক্তের মাধ্যমে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭৮২ জন।  

কোন রাজ্যে কত আক্রান্ত

  • অন্ধ্রপ্রদেশ- ৩ লক্ষ ১৮ হাজার ৮১৪
  • মহারাষ্ট্র- ২ লক্ষ ৮৪ হাজার ৫৭৭ 
  • কর্ণাটক- ২ লক্ষ ১২ হাজার ৯৮২
  • তামিলনাড়ু- ১ লক্ষ ১৬ হাজার ৫৩৬
  • উত্তরপ্রদেশ- ১ লক্ষ ১০ হাজার ৯১১ 
  • গুজরাট- ৮৭ হাজার ৪৪০ 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.