Covid-19 Vaccination এবার বয়সভিত্তিক; কার কত শতাংশ জানাল কেন্দ্র
এখনও পর্যন্ত মোট ২২.৭৮ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউ খুবই বড় রকম চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে দেশকে। সরকারের টিকা-নীতির সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। সদ্য অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্বও কেন্দ্রকে করোনা-মোকাবিলার প্রশ্নে বিঁধেছেন। এরই মধ্যে নতুন করে টিকা-নীতি আরোপ করতে চলেছে কেন্দ্র।
আরও পড়ুন: ভারতের কোনায় কোনায় মমতার বার্তা, দায়িত্ব নিয়েই আগামীর লক্ষ্য বাঁধলেন Abhishek
শনিবারই কেন্দ্র একটি টুইটে জানিয়ে দিল, এবার ভারতে বয়সভিত্তিক টিকাদান কর্মসূচি (age-wise distribution of COVID-19 vaccination) নেওয়া হবে। তিনটি ক্যাটেগরি নির্দিষ্ট করা হয়েছে। যাঁদের বয়স ষাটের উপরে তাঁদের জন্য ৩৩.৯ শতাংশ টিকাকরণ বরাদ্দ। বয়স যাঁদের ৪৫-৬০-এর মধ্যে তাঁদের জন্য বরাদ্দ টিকার ৪২.৩ শতাংশ। আর যাঁরা ১৮-৪৪-এর পর্যায়ভুক্ত তাঁদের জন্য ২৩.৮ শতাংশ টিকাকরণ বরাদ্দ।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ২২.৭৮ কোটি টিকার ডোজ (vaccination) দেওয়া হয়েছে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Darjeeling Zoo-তে জন্ম নিল শিশু Redpanda