Corona Update: ৫৮ দিনে সবচেয়ে কম দৈনিক আক্রান্ত, বাড়ল মৃত্যু

সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ১৫ লক্ষে

Updated By: Jun 5, 2021, 10:27 AM IST
Corona Update: ৫৮ দিনে সবচেয়ে কম দৈনিক আক্রান্ত, বাড়ল মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: ফের এক ধাক্কায় অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা (Corona Daily Cases)। ৫৮ দিনে সর্বনিম্ন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের প্রকোপে পড়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন মানুষ। আর এর ফলে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) একদিনে কমল প্রায় ৮০ হাজারের কাছাকাছি। 

যদিও উদ্বেগ রয়েছে দুটি বিষয়ে। গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে দৈনিক মৃত্যু (Corona Death Toll)। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী এদিন করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮০ জনের। কমেছে দৈনিক সুস্থতাও। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন।

আরও পড়ুন: দেশে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে করোনা Covid Vaccine, কতটা প্রভাব পড়ছে সাধারণের উপর?

তবে আশার আলো জাগিয়ে করোনায় দেশে সুস্থতার হার (Recover Rate) বর্তমানে ৯৩.৪ শতাংশ। দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৬ লক্ষ ৯৪ হাজার ৮৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৭ লক্ষ ৯৫ হাজার ৫৪৯ জন। সুস্থতার হার বাড়ায় দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ১৫ লক্ষ ৫৫ হাজার ২৪৮ এ। স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ১১ কোটি ৭৮ লক্ষ ৬০ হাজার ৩১৭ জন।

আরও পড়ুন: রাজ্যে টানা কমছে করোনা সংক্রমণ, অনেকটাই কমল মৃতের সংখ্যা

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.