আমরা খাই বেশ জমিয়ে, কিন্তু অন্য দেশে নিষিদ্ধ যেসব খাবার

Updated By: Mar 8, 2016, 06:54 PM IST
আমরা খাই বেশ জমিয়ে, কিন্তু অন্য দেশে নিষিদ্ধ যেসব খাবার

২০১১-থেকে ফ্রান্সের স্কুল ও কলেজে নিষিদ্ধ হয়েছে টম্যাটো ক্যাচআপ

 

২০১১ থেকে সোমালিয়ায় নিষিদ্ধ সিঙ্গাড়া

ইউরোপের বিভিন্ন দেশ ও জাপানে নিষিদ্ধ মাউন্টেন ডিউ

চুইংগাম নিষিদ্ধ সিঙ্গাপুরে

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও রাশিয়ায় নিষিদ্ধ স্যামন মাছ

১৯৮৩ থেকে আমেরিকায় নিষিদ্ধ কিন্ডার সারপ্রাইস এগ।

হেগিস নামে এক প্রকাশ মাংস দিয়ে প্রস্তুত খাদ্য ১৯৭১ থেকে নিষিদ্ধ আমেরিকা।

(তথ্যগুলি নেওয়া হয়েছে 'অসাধারণ জ্ঞান' বইটি থেকে। বইটির লেখক স্বরূপ দত্ত, পার্থ প্রতিম চন্দ্র।)

Tags:
.