অপারেশনের মাঝপথেই রোগীকে ফেলে চলে গেলেন ডাক্তার, মারা গেলেন রোগী
চিকিত্সকদের দায়িত্বজ্ঞানহীনতার মাশুল নিজের জীবন দিয়ে চোকালেন রোগী। অপারেশন টেবিলে তাকে মাঝপথে ফেলেই চলে গেলেন চিকিত্সকরা। মুম্বইয়ের হাসপাতালে মারা গেলেন ৬৫ বছরের ওয়ামান জারে।
ওয়েব ডেস্ক: চিকিত্সকদের দায়িত্বজ্ঞানহীনতার মাশুল নিজের জীবন দিয়ে চোকালেন রোগী। অপারেশন টেবিলে তাকে মাঝপথে ফেলেই চলে গেলেন চিকিত্সকরা। মুম্বইয়ের হাসপাতালে মারা গেলেন ৬৫ বছরের ওয়ামান জারে।
গত ৪ অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সিওন হাসপাতেল আসেন জারে। চিকিত্সকরা জানান ফুসফুসে ফ্লুইড জমেছে। প্রথম বর্ষের এক ছাত্র দায়িত্ব পান ফ্লুইড বের করার। কিন্তু হঠাত্ই প্যানিক অ্যাটাক হওয়ায় মাঝপথেই রোগীকে ফেলে চলে যান তিনি। তার অসমাপ্ত কাজ করতে আসেন স্নাতকোত্তর প্রথম বর্ষের আরেক ছাত্র। কিন্তু সিনিয়র চিকিত্সকদের পরামর্শ ও অনুমতি ছাড়াই এই কাজ করেন তিনি। ফলে মৃত্যু হয় রোগীর।
তদন্তে উঠে এসেছে রোগীর সমস্যা ছিল জানদিকের ফুসফুসে। কিন্তু জুনিয়র ডাক্তার তার বদলে ফুটো করে ফেলেন বাঁ দিকের ফুসফুসে। ফলে কার্ডিয়াক শক হয় রোগীর। সিওন হাসপাতালের ওই ওয়ার্ডে ৮৪ রোগীর দায়িত্বে রয়েছেন মাত্র দুজন জুনিয়র ডাক্তার।