এই বিপদগুলো জেনেবুঝে মদ্যপান করছেন তো?

মদ খাওয়াটা প্রায় নিত্যদিনের অভ্যাস বানিয়ে ফেলেছেন? অফিস থেকে ফেরার পথে কোনও পাবে বা বারে বসে গলাটা একটু না ভেজালে যেন 'রিফ্রেশড' মনে হয় না নিজেকে? বা বাডি়তে খাওয়া-দাওয়ার পর একটু-আধটু না খেলে রাতের ঘুমটা ঠিক জমে না? আর ছুটির দিনের আড্ডা তো মদ ছাড়া ভাবতেই পারেন না! এমন যদি হয়ে থাকে, তাহলে খুব সাবধান। এত যে গ্যালন গ্যালন মদ গিলছেন, জানেন কোথায় কোথায় বিপদ লুকিয়ে আছে?

Updated By: Aug 4, 2016, 01:15 PM IST
এই বিপদগুলো জেনেবুঝে মদ্যপান করছেন তো?

ওয়েব ডেস্ক : মদ খাওয়াটা প্রায় নিত্যদিনের অভ্যাস বানিয়ে ফেলেছেন? অফিস থেকে ফেরার পথে কোনও পাবে বা বারে বসে গলাটা একটু না ভেজালে যেন 'রিফ্রেশড' মনে হয় না নিজেকে? বা বাডি়তে খাওয়া-দাওয়ার পর একটু-আধটু না খেলে রাতের ঘুমটা ঠিক জমে না? আর ছুটির দিনের আড্ডা তো মদ ছাড়া ভাবতেই পারেন না! এমন যদি হয়ে থাকে, তাহলে খুব সাবধান। এত যে গ্যালন গ্যালন মদ গিলছেন, জানেন কোথায় কোথায় বিপদ লুকিয়ে আছে?

১) অত্যধিক মদ্যপানের ফলে ফ্যাটি লিভার, হেপাটাইটিস ও লিভার সিরোসিস হয়।

২) অত্যধিক মদ্যপানে হজমের সমস্যা দেখা দেয়। গ্যাসট্রাইটিসের সমস্যা বাড়িয়ে তোলে। পাকস্থলী ও অন্ত্রে আলসা দেখা দেয়।

৩) রক্তচাপ বাড়িয়ে দিয়ে হৃদরোগ ও স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে তোলে।

৪) অত্যধিক মদ্যপানের ফলে মহিলা-পুরুষ নির্বিশেষে যৌনজীবন ক্ষতিগ্রস্ত হয়। মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব অনিয়মিত হয়ে পড়ে। পুরুষদের ক্ষেত্রে শৈথিল্য আসে।

৫) যাঁরা রোজ মদ খান, তাঁদের মুখ, গলা, লিভার, কোলন, ও স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

৬) গর্ভাবস্থায় মদ্যপান গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। ভ্রূণের মধ্যে ফেটাল অ্যালকোহল সিনড্রোম বা FAS দেখা দেয়। 

.