Coronavirus: স্বস্তি বাড়িয়ে দেশে কিছুটা কমল করোনা, নিম্নমুখী মৃত্যু হার
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২২।
নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ফের নামল ২ হাজারের নীচে। সেইসঙ্গে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২২।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৪৯০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৪০ হাজার ৬৮। অন্যদিকে, অতি সংক্রামক ওমিক্রনের (Omicron) দুই সাবভ্যারিয়েন্টের নিশ্চিত খোঁজ মিলল ভারতে। BA.4 ও BA.5 সাবভ্যারিয়েন্টের খোঁজ মিলল এ দেশে। হদিশ দিল SARS-CoV-2 Genomics Consortium (INSACOG)।
জানা গিয়েছে, প্রথম সাবভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে তামিলনাডুতে। সেখানে এক তরুণী আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় প্রথম সাবভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে তেলেঙ্গনায়। সেখানে আশি বছরের এক বৃদ্ধ আক্রান্ত। দুই আক্রান্তেরই কোনও ট্র্যাভেল ডিটেলস নেই। অর্থাৎ তাঁরা দূরে কোথাও যাননি এবং তাঁদের করোনা টিকার দুটো ডোজই নেওয়া রয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকা থেকে হায়দরাবাদে আসা এক পর্যটকের শরীরে BA.4 সাবভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল।
আরও পড়ুন, Alzheimers: 'বেলাশুরু'র আরতির মতো অ্যালজাইমার্সে ভুগছেন অনেকেই, রোগের লক্ষণ কী? জানালেন চিকিৎসক