Covid-19: কেনাকাটা অনলাইনেই, ঘোরাফেরা বন্ধ হোক, রাজ্যগুলিকে বলল কেন্দ্র
রাশিয়া, ব্রিটেন ও চিনের মতো দেশে নতুন করে প্রাদুর্ভাব হয়েছে করোনার। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র।
নিজস্ব প্রতিবেদন: বাংলায় দুর্গোৎসবের পরেই কোভিড সংক্রমণ ঊর্ধমুখী। সামনে কালীপুজো ও দীপাবলি। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এহেন আশঙ্কায় রাজ্যগুলিকে কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। একগুচ্ছ বিধিনিষেধের তালিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রের পরামর্শ-
- অনলাইনে উৎসবের উদযাপনে জোর দেওয়া হোক। ঘুরে কেনাকাটার চেয়ে অনলাইন শপিংয়ে উৎসাহিত করা দরকার। ঘোরাফেরা বন্ধ করা হোক।
- উৎসবের সময় কোভিড বিধি মেনে চলতে হবে।
- যে সব জেলায় ৫ শতাংশ সংক্রমণ হার সেখানে কনটেনমেন্ট জোনে ভিড় করা চলবে না।
- আগাম ব্যবস্থা নিক রাজ্যগুলি।
- নির্দিষ্ট সংখ্যক মানুষকে এক জায়গায় থাকার অনুমতি দেওয়া হোক।
- বিপণীবিতান, স্থানীয় বাজার, ধর্মস্থানে বলবৎ হোক কোভিড বিধিনিষেধ।
- পরীক্ষা, সনাক্তকরণ, চিকিৎসা, টিকা ও কোভিড বিধি মেনে চলার মতো পাঁচটি বিষয়ে নজর দেওয়া দরকার।
- জেলা প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে।
রাশিয়া, ব্রিটেন ও চিনের মতো দেশে নতুন করে প্রাদুর্ভাব হয়েছে করোনার। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, রাস্তাঘাটে কোভিড বিধি না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হোক।
আরও পড়ুন- Covid-19: পুজোয় লোকারণ্য, মহা ধুমধামের ফল হাতেনাতে! বাংলায় হাজারের কাছে সংক্রমণ