Covid-19: কেনাকাটা অনলাইনেই, ঘোরাফেরা বন্ধ হোক, রাজ্যগুলিকে বলল কেন্দ্র

রাশিয়া, ব্রিটেন ও চিনের মতো দেশে নতুন করে প্রাদুর্ভাব হয়েছে করোনার। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র।

Updated By: Oct 24, 2021, 12:13 AM IST
Covid-19: কেনাকাটা অনলাইনেই, ঘোরাফেরা বন্ধ হোক, রাজ্যগুলিকে বলল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: বাংলায় দুর্গোৎসবের পরেই কোভিড সংক্রমণ ঊর্ধমুখী। সামনে কালীপুজো ও দীপাবলি। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এহেন আশঙ্কায় রাজ্যগুলিকে কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। একগুচ্ছ বিধিনিষেধের তালিকা দেওয়া হয়েছে। 

কেন্দ্রের পরামর্শ- 

- অনলাইনে উৎসবের উদযাপনে জোর দেওয়া হোক। ঘুরে কেনাকাটার চেয়ে অনলাইন শপিংয়ে উৎসাহিত করা দরকার। ঘোরাফেরা বন্ধ করা হোক। 
- উৎসবের সময় কোভিড বিধি মেনে চলতে হবে। 
- যে সব জেলায় ৫ শতাংশ সংক্রমণ হার সেখানে কনটেনমেন্ট জোনে ভিড় করা চলবে না।               
- আগাম ব্যবস্থা নিক রাজ্যগুলি। 
- নির্দিষ্ট সংখ্যক মানুষকে এক জায়গায় থাকার অনুমতি দেওয়া হোক।
- বিপণীবিতান, স্থানীয় বাজার, ধর্মস্থানে বলবৎ হোক কোভিড বিধিনিষেধ।
- পরীক্ষা, সনাক্তকরণ, চিকিৎসা, টিকা ও কোভিড বিধি মেনে চলার মতো পাঁচটি বিষয়ে নজর দেওয়া দরকার। 
- জেলা প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে।

রাশিয়া, ব্রিটেন ও চিনের মতো দেশে নতুন করে প্রাদুর্ভাব হয়েছে করোনার। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, রাস্তাঘাটে কোভিড বিধি না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হোক।   

আরও পড়ুন- Covid-19: পুজোয় লোকারণ্য, মহা ধুমধামের ফল হাতেনাতে! বাংলায় হাজারের কাছে সংক্রমণ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.