Coronavirus: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ভারতে?

তবে কি মহামারীর চতুর্থ ঢেউ আসন্ন? বাড়তে থাকা করোনা সংক্রমণে সেই ইঙ্গিতই যেন ক্রমশ স্পষ্ট হচ্ছে।

Updated By: Apr 21, 2022, 11:49 AM IST
Coronavirus: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ভারতে?
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: দেশের করোনা পরিসংখ্যানের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে, গত দু’-তিনদিন ধরেই সংক্রমণের হার বেশ ঊর্ধ্বমুখী। বুধবার ৬৫ শতাংশ বেড়েছিল সংক্রমণ। বৃহস্পতিবারও তা আরও বাড়ছে। তবে কি মহামারীর চতুর্থ ঢেউ আসন্ন? বাড়তে থাকা করোনা সংক্রমণে সেই ইঙ্গিতই যেন ক্রমশ স্পষ্ট হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে  আক্রান্ত হয়েছেন ২৩৮০ অর্থাৎ প্রায় ২৪০০ জন। বুধবার তা ছিল ২ হাজারের সামান্য বেশি। শতকরা হারে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে দৈনিক সংক্রমণ। একদিনে সুস্থ হয়েছেন ১২৩১ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৩৩। 

দেশে এবার বাড়ছে কোভিড সংক্রমণ৷ দিল্লিতে যে হারে পজিটিভিটি রেট বেড়েছে তা যথেষ্ট আশঙ্কাজনক মানছে ওয়াকিবহাল মহল৷ সম্প্রতি করোনা বিধিনিষেধ উঠিয়ে নিয়েছিল একাধিক রাজ্য। তবে যে হারে এবার বাড়ছে অতিমারী সৃষ্টিকারী ভাইরাস, সেই প্রেক্ষাপটে ফের মাস্ক বিধি বাধ্যতামূলক করতে চলেছে একাধিক রাজ্য। জনবহুল এলাকায় মাস্ক বিধি ফের ফিরতে চলেছে বলে জানা গিয়েছে। 

দিল্লির পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে ৷ আজ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪  ঘণ্টায় শুধুমাত্র রাজধানীতেই ১ হাজার ৯ জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ যা আগের দিনের থেকে প্রায় ৬০  শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ গতকাল প্রকাশিত রিপোর্টে সংখ্যাটা ছিল ৬৩২ ৷ এখনও পর্যন্ত রাজধানীতে ১৮ লক্ষ ৭০ হাজার ৬৯২ জন করোনা আক্রান্ত হলেন।

আরও পড়ুন, Men Sex Timing: হাতে গোনা কটা ব্যায়াম, আর তাতেই বিছানায় রাজত্ব করবেন আপনি!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.