গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ৫৭৭
এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ১৬ হাজার ৬৩২ জন।
নিজস্ব প্রতিবেদন: আবার এক লাফে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। দেশের দৈনিক সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়েছে। বহুদিন ধরে ৫০ হাজারের কম ছিল করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সেই সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছে। দেশের মধ্যে কেরল, দিল্লি এবং মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ সবথেকে বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার ৩৫৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৮৪ লক্ষ ৬২ হাজার ৮০ জন। সেখানে বিশ্বের প্রথম স্থানে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫৬ লক্ষ ৩১ হাজার। এক মাসেরও বেশি সময় ধরে ব্রাজিলে দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে।
আমেরিকাতেও ক্রমশ বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। আজ দৈনিক সংক্রমণ ১ লক্ষ ২৬ হাজার। গোটা করোনাকালে যা এখনও অবধি সর্বোচ্চ। দেশের দৈনিক মৃত্যু সংখ্যা গত দু’দিনে ৫০০ এর বেশি, গতকাল মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। দেশে এখনও অবধি করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৫৬২ জনের। এর প্রায় এক তৃতীয়াংশ মৃত্যুই মহারাষ্ট্রে।
দেশে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার বেড়েছে বেশ কয়েকদিনে।। এখনও পর্যন্ত দেশে মোট ৭৮ লক্ষ ১৯ হাজার ৮৮৬ জন করোনা মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের ৯২ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৯২০ জন।এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ১৬ হাজার ৬৩২ জন।