Corona Update: ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যু, মোট মৃত্যু ৪ লক্ষ ছুঁইছুঁই

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ১ হাজার ৫ জন।

Updated By: Jul 1, 2021, 10:22 AM IST
Corona Update: ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যু, মোট মৃত্যু ৪ লক্ষ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদন: ফের বাড়ল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (Daily Corona Cases)। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। বেশ কিছুদিন ধরে গ্রাফের নিম্নমুখী ট্রেন্ড দেখা যাচ্ছিল। কিন্তু ফের গত দু'দিন ধরে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন। 

এদিকে, দৈনিক মৃত্যুর সংখ্যাও (Daily Death Toll) ফের ১ হাজারের গন্ডি পেরোল। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ১ হাজার ৫ জন। মোট মৃত্যু ৪ লক্ষ ছুঁইছুঁই। দেশে এখনও পর্যন্ত দ্বিতীয় ওয়েভে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১ হাজার ৫৮৮ জন। মোট সুস্থের সংখ্যা (Recovered) ২ কোটি ৯৪ হাজার ৮৮ লক্ষ ৯১৮ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭ জন। 

আরও পড়ুন: চোখের নিমেষে ১০০ দেশে ছড়িয়ে পড়ল Delta variant! প্রমাদ গুনছে বিশ্ব

যদিও চিকিৎসকের দাবি, করোনার গ্রাফে উত্থান-পতন থাকবেই। এখনই পরিসংখ্যান নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভ্যাকসিনেশনের মাত্রা বাড়াতে হবে। একইসঙ্গে কোভিডবিধি মেনে চলতেই হবে। আনলক প্রক্রিয়ার সঙ্গে কোভিডবিধি ভুললে চলবে না। এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ৩৩ কোটি ৫৭ লক্ষ ১৬ হাজার ১৯ জন।   

আরও পড়ুন: 'মেড ইন ইন্ডিয়া' Covaxin-য়েই কামাল, খতম আলফা থেকে ডেল্টা করোনা, বলছে মার্কিন গবেষণা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 
.