Third Wave কীভাবে মোকাবিলা করা হবে? নবান্নে DM-SP-দের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যসচিবের

বৈঠকে ছিলেন স্বাস্থ্য আধিকারিকরাও।

Reported By: সুতপা সেন | Updated By: Aug 24, 2021, 08:34 PM IST
Third Wave কীভাবে মোকাবিলা করা হবে? নবান্নে DM-SP-দের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যসচিবের

নিজস্ব প্রতিবেদন: সংক্রমণের তৃতীয় ঢেউ কীভাবে মোকাবিলা করা হবে? স্কুলইবা কবে খুলবে? করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে জেলাশাসক, পুলিস সুপার-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। বাদ যাননি স্বাস্থ্য আধিকারিকরাও। সূত্রের খবর তেমনই।

চলতি বছরের এপ্রিল-মে মাসে শীর্ষে পৌঁছয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। তখন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু তৃতীয় ঢেউ এলে কী হবে? গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 'এখন বাংলায় পরিস্থিতি ঠিক রয়েছে। সংক্রমণ হার ১ শতাংশের আশেপাশে। কিন্তু তৃতীয় ঢেউ এলে নিয়ন্ত্রণ করা যাবে না। মহারাষ্ট্র, কেরলে সংক্রমণ বাড়ছে। তাই কাল কী হবে বলতে পারছি না। যদি আজকের কথা বলেন, রাজ্যে করোনা নিয়ন্ত্রণে'। তাঁর কথায়, 'আমরা চাই পড়ুয়ারা স্কুলে যাক। কিন্তু আগাম পরিকল্পনা করতে হবে। পুজো এসে গিয়েছে। কাজেই পুজোর ছুটি- ভাইফোঁটা, দেওয়ালির পর পরিস্থিতি ঠিক থাকলে স্কুল খুলব'। 

আরও পড়ুন: Coronavirus: তৃতীয় ঢেউয়ের সতর্কতার মাঝেই দেশে বাড়ছে সুস্থতার হার, পাল্লা দিয়ে কমল মৃত্যুও

সূত্রের খবর, এদিন সন্ধ্যায় নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্য়সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে জেলাশাসক, পুলিস সুপার-সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা যেমন ছিলেন, তেমনি ছিলেন স্বাস্থ্য আধিকারিকরাও। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় নির্দিষ্ট কী পদক্ষেপ নেওয়া যায়? পুজোর পর কী স্কুল খোলা হবে? সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।  এদিকে অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ চরম আকার নেবে, প্রধানমন্ত্রীর দফতরে ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) অধীনস্ত কমিটি। নীতি আয়োগের (Niti Aayog) সংস্থার সদস্য ভি কে পাল (V K Paul) জানিয়েছেন,  থার্ড ওয়েভে কমপক্ষে ২৩ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি  হবেন। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রকে ২ লক্ষ ICU বেডের ব্যবস্থা রাখার সুপারিশ করেছেন তিনি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.