Covishield-র দু'টি ডোজের মধ্যে ৮৪ দিনের অন্তর সেরা ফল দিচ্ছে, আদালতে জানাল কেন্দ্র
৮৪ দিন সম্পূর্ণ হওয়ার আগে কর্মীদের টিকা দিতে চেয়েছিল কেরলের সংস্থা কিটেক্স গার্মেন্টস লিমিটেড (Kitex Garments Ltd)।
নিজস্ব প্রতিবেদন: কোভিশিল্ডের (Covishield vaccine) দু'টি টিকার মধ্যে ৮৪ দিন সময়ের অন্তর থাকায় করোনা প্রতিরোধে সেরা ফল মিলছে। শুক্রবার কেরল হাইকোর্টে (Kerala High Court) এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার।
৮৪ দিন সম্পূর্ণ হওয়ার আগে কর্মীদের টিকা দিতে চেয়েছিল কেরলের সংস্থা কিটেক্স গার্মেন্টস লিমিটেড (Kitex Garments Ltd)। রাজ্য সরকারের কাছে এ ব্যাপারে অনুমতি চেয়েছিল তারা। ওই মামলাতেই কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়ে জানিয়েছে,'বৈজ্ঞানিক ও অতিমারি সংক্রান্ত গবেষণা, বিশ্বজনীন স্বীকৃত ব্যবস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকার ভিত্তিতে তৈরি হয়েছে জাতীয় টিকাকরণ কর্মসূচি (National COVID Vaccination Program)।'
কেন্দ্র আরও জানিয়েছে, কোভিশিল্ডের দু'টি ডোজের মধ্যে কতটা অন্তর থাকবে, তা একাধিক পর্যালোচনা ও টিকা ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ কমিটির পরামর্শে ঠিক করা হয়েছে। প্রথম ডোজের পর ১২-১৬ সপ্তাহ অন্তর দ্বিতীয় ডোজ দেওয়ার সুপারিশ করেছিল কমিটি। বিশেষজ্ঞরা মত দিয়েছিলেন,দু'টি ডোজের মধ্যে ৮৪ দিনের অন্তর থাকলে তা কোভিড নিয়ন্ত্রণে বেশি সক্ষম। যা তথ্যাদি এসেছে তা থেকে স্পষ্ট, আংশিক টিকাকরণের চেয়ে দু'টি ডোজের মধ্যে ১২-১৬ সপ্তাহের অন্তর থাকলে বেশি কার্যকার হবে কোভিশিল্ড (Covishield vaccine)।
আরও পড়ুন- Covid-19: উৎসবে গণ-উদযাপন করতে চাইলে দু'টি ডোজ আবশ্যক, জানাল কেন্দ্র
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)