করোনা সংক্রমণে ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্কের, দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী সমস্যা!

করোনায় আক্রান্ত হলে মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কতটা? জেনে নিন এ বিষয়ে ঠিক কী বলছেন বিশেষজ্ঞরা...

Edited By: সুদীপ দে | Updated By: Sep 10, 2020, 06:54 PM IST
করোনা সংক্রমণে ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্কের, দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী সমস্যা!
—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: শুধু ফুসফুস নয়, মস্তিষ্কে সরাসরি হামলা করছে করোনাভাইরাস। মস্তিষ্কের কোষে দ্রুত সংক্রমিত হচ্ছে করোনাভাইরাস। সম্প্রতি যার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (University of California) গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। গবেষণাপত্রে বিজ্ঞানীদের দবি, মস্তিষ্কে দ্রুত সংক্রমিত হচ্ছে করোনা। ভাইরাস কণাগুলি মস্তিষ্কের কোষকে দ্রুত ঘিরে ফেলছে। ফলে মস্তিষ্কে অক্সিজেন প্রবাহের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। মস্তিষ্কে করোনা সংক্রমণের এই ধরনকে বিজ্ঞানীরা জিকা ভাইরাসের সঙ্গে তুলনা করেছেন। কারণ, জিকা ভাইরাসও একই ভাবে মস্তিষ্কে হামলা চালায়। পরীক্ষাগারে ইঁদুরের মস্তিষ্কে করোনা সংক্রমণ ঘটিয়ে এই পরীক্ষা করার পর এই তথ্যগুলি সামনে এসেছে।

বিজ্ঞানীরা জানান, কোষ বিভাজন ঘটিয়ে মস্তিষ্কে দ্রুত ‘ভাইরাল লোড’ বাড়িয়ে তুলছে করোনাভাইরাস। ফলে মস্তিষ্কের কোষে অক্সিজেন পৌঁছাতে পারছে না। অক্সিজেনের ব্যপক ঘাটতির ফলে ধীরে ধীরে অচল হয়ে পড়ছে মস্তিষ্কের কোষগুলি ও পরে নষ্ট হয়ে যাচ্ছে। করোনা সংক্রমণের ফলে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছে। বাড়ছে আক্রান্তের প্রাণের ঝুঁকি।

‘কলম্বিয়া ইউনিভার্সিটি মেলম্যান স্কুল অব পাবলিক হেলথ’-এর মনরোগ এবং মহামারী বিশেষজ্ঞ ডঃ ম্যাডি হর্নিগের মতে, করোনায় আক্রান্ত হলে স্নায়ুজনিত বিভিন্ন সমস্যা ভবিষ্যতে প্রতিবন্ধকতা বা অসুবিধা তৈরি করতে পারে। টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপক ডঃ জেফ্রি সিরিলো জানান, করোনায় আক্রান্ত হলে নিয়মিত খিঁচুনি, মাথাব্যথা এবং হ্যালুসিনেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। তিনি জানান, আমেরিকার টেক্সাস আর লস অ্যাঞ্জেলসে গত এপ্রিলে এমন বেশ কিছু ঘটনা সামনে এসেছে।

আরও পড়ুন: ব্রিটেনের মতো ভারতেও কি থমকে যাবে অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল?

ডঃ জেফ্রি সিরিলো বা ডঃ ম্যাডি হর্নিগের মতো মার্কিন বিশেষজ্ঞদের মতে, করোনা সংক্রমণের ফলে প্রায় ৩০ শতাংশ ক্ষেত্রেই রোগীর মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। মস্তিষ্কে প্রদাহের ফলে সেখানে রক্ত জমাট বাঁধার সমস্যাও সৃষ্টি করতে পারে। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ফলে নানা স্নায়বিক সমস্যা এমনকি স্ট্রোক পর্যন্ত হবে পারে! তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন বলে মত মার্কিন বিশেষজ্ঞদের।

.