নিজের শরীর কিন্তু আপনি নিজে জানেন কী?

আপনার নিজের শরীর সম্পর্কে আপনি কতটা জানেন? দেখুন তো এই ব্যাপারগুলো জানা আছে কি না!

Updated By: Jun 4, 2016, 08:16 PM IST
নিজের শরীর কিন্তু আপনি নিজে জানেন কী?

ওয়েব ডেস্ক: আপনার নিজের শরীর সম্পর্কে আপনি কতটা জানেন? দেখুন তো এই ব্যাপারগুলো জানা আছে কি না!

১) নিশ্চই কখনও না কখনও আঙুল মটকেছেন বা ফাটিয়েছেন। 'মট্' করে আওয়াজ হয়েছে। কিন্ত জানেন, ওই আওয়াজটা যখন হয়, তখন হাড়ের সংযোগস্থলের যে তরল থাকে সেখানে আসলে একটা বুদবুদ ফাটার মতো মৃদু শব্দ হয়। কিন্তু আঙুল মটকানোর অভ্যাস কি খারাপ? এমনিতে না। কিন্তু খুব বেশী মটকালে লিগামেন্টের ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে।

২) শরীরের ঘামে তো একটা দুর্গন্ধ থাকে। কারও বেশী, কারও কম। কিন্তু জানেন কি ঘামের কোনও গন্ধই নেই। দুর্গন্ধটা আসলে ব্যাকটেরিয়ার বর্জ্য পদার্থের, আর এই ব্যাকটেরিয়াগুলো আমাদের ঘাম থেকে খাবার খায়।

৩) এক ফোঁটা রক্তে প্রায় ১০,০০০ 'হোয়াইট ব্লাড সেল' থাকে এবং ২৫,০০০ 'প্লেটলেট' রয়েছে।

৪) চোখের রঙের ক্ষেত্রে 'হেটেরোক্রোমিয়া' হল এমন এক অবস্থা যাতে দুটি চোখের রঙ আলাদা হয়। যদিও মানুষের ক্ষেত্রে এটা খুবই বিরল। কিন্তু বিড়ালদের মধ্যে এই ব্যাপারটা খুবই স্বাভাবিক। অভিনেতা কিয়েফার সাদারল্যাণ্ডের দুচোখের রঙ ছিল আলাদা, তিনি এক্ষেত্রে বিরল মানুষ।

৫) মানব দেহে লিভার হল এমন একটি অঙ্গ যা আঘাত বা অসুখ বা অপারেশনের জন্য কেটে গেলেও আপনা আপনি পুনরাবস্থায় ফিরে যায়।

.