অবশেষে যশোদাবেনকে নিজের স্ত্রী হিসাবে স্বীকার করলেন নরেন্দ্র মোদী
অবশেষে `কুমারত্ব` ঘুচল নরেন্দ্র মোদীর। ভাদোদারা লোকসভা কেন্দ্রে মনোনয়ন পত্র জমা করার সময় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী জানালেন তিনি বিবাহিত। তাঁর স্ত্রীর নাম যশোদাবেন।
অবশেষে `কুমারত্ব` ঘুচল নরেন্দ্র মোদীর। ভাদোদারা লোকসভা কেন্দ্রে মনোনয়ন পত্র জমা করার সময় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী জানালেন তিনি বিবাহিত। তাঁর স্ত্রীর নাম যশোদাবেন।
নির্বাচন কমিশনকে দেওয়া একটি হলফনামায় মোদী এই প্রথমবার নিজেকে বিবাহিত হিসাবে স্বীকার করলেন। এতদিন পর্যন্ত হলফনামায় স্ত্রী বা স্বামীর নাম লেখার জন্য নির্ধারিত স্থানটি ফাঁকাই রাখতেন মোদী। ২০১২ সালের গুজরাত বিধানসভা নির্বাচনেও ওই স্থানটি ফাঁকাই রেখে ছিলেন তিনি।
যদিও এইবার মনোনয়ন পেশ করার সময় হলফনামায় স্ত্রীর নাম লিখলেও তিনি জানিয়েছেন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কী তা তিনি জানেন না।
বুধবার সকালে মোদী মনোনয়ন পত্র জমা দিলেও ভাদোদরা জেলা নির্বাচন কতৃপক্ষ তাঁর হলফনামাটি সমাহর্তলয়ের বোর্ডে মধ্যরাত অবধি টাঙিয়ে রাখে।
যদিও হলফনামাটি গুজরাতের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে এখনও আপলোড করা হয়নি।