লোকসভার লড়াই: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

লোকসভা নির্বাচনের শেষ দফায় সারা দেশের সঙ্গে ভোট এ রাজ্যের ৬ জেলার ১৭ আসনে। ভোট পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের ২টি আসন কাঁথ ও তমলুক এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। দেখে নেব এই ৩ কেন্দ্রের বিস্তারিত তথ্য-

Updated By: May 8, 2014, 10:18 PM IST

লোকসভা নির্বাচনের শেষ দফায় সারা দেশের সঙ্গে ভোট এ রাজ্যের ৬ জেলার ১৭ আসনে। ভোট পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের ২টি আসন কাঁথ ও তমলুক এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। দেখে নেব এই ৩ কেন্দ্রের বিস্তারিত তথ্য-

কেন্দ্র-কাঁথি
জেলা-পূর্ব মেদিনীপুর

ভোট কবে- ১২ মে, ২০১৪
--------------------------------------

এবার প্রার্থী কারা-

শিশির কুমার অধিকারী-তৃণমূল কংগ্রেস
তাপস সিনহা-সিপিআইএম
কূণাল ব্যানার্জি-কংগ্রেস
কমলেন্দু পাহাড়ি-বিজেপি
-------------------------------------

২০১১ সালে বিধানসভা নির্বাচনে কাঁথি লোকসভার ৭টি কেন্দ্রের ফলাফল-

১.চাঁদিপুর-অমীও কান্তি ভট্টাচার্যি-তৃণমূল কংগ্রেস-১১,৭০৯ ভোটে জয়ী
২.পটাশপুর-জ্যোতির্ময় কর-তৃণমূল কংগ্রেস-৬৬৫০ ভোটে জয়ী
৩.কাঁথি উত্তর-বনশ্রী মাইতি-তৃণমূল কংগ্রেস-৭৯৫৫ ভোটে জয়ী
৪.ভগবানপুর-অর্ধেন্দু মাইতি-তৃণমূল কংগ্রেস-৮৯৯৭ ভোটে জয়ী
৫.খেজুরি-রনজিত্ মণ্ডল-তৃণমূল কংগ্রেস-১৬১৬০ ভোটে জয়ী
৬.কাঁথি দক্ষিণ-দিব্যেন্দু অধিকারী-তৃণমূল কংগ্রেস-২৮৬৩৭ ভোটে জয়ী
৭.রামনগর-অখিল গিরি-তৃণমূল কংগ্রেস-১৬৫৫৯ ভোটে জয়ী
-------------------------------------------

২০০৯ লোকসভা নির্বাচনে ফলাফল-

শিশির কুমার অধিকারী-তৃণমূল কংগ্রেস-৬,০৬,৭১২ ভোট
প্রশান্ত প্রধান-সিপিআইএম-৪,৭৭,৬০৯ ভোট
অমলেশ মিশ্র-বিজেপি-৩১,৯৫২ ভোট

বিজয়ী-তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী ১,২৯,১০৩ ভোটে জয়ী।
----------------------------------------------

কেন্দ্র-তমলুক
জেলা-পূর্ব মেদিনীপুর

ভোট কবে-১২ মে, ২০১৪
-----------------------------------------

এবার প্রার্থী কারা-

শুভেন্দু অধিকারী-তৃণমূল কংগ্রেস
শেখ ইব্রাহিম আলি-সিপিআইএম
শেখ আনওয়ার আলি-কংগ্রেস
বাদশা আলম-বিজেপি
------------------------------------------

২০১১ বিধানসভা নির্বাচনে তমলুক লোকসভার ৭টি কেন্দ্রের ফলাফল-

১.তমলুক-সৌমেন কুমার মহাপাত্র-তৃণমূল কংগ্রেস-২০,৬৭৬ ভোটে জয়ী
২.পাঁশকুড়া পূর্ব-বিপ্লব রায়চৌধুরী-তৃণমূল কংগ্রেস-১৩,১৬৭ ভোটে জয়ী
৩.ময়না-ভূষণ চন্দ্র দোলাই-তৃণমূল কংগ্রেস-৯,৯৫৭ ভোটে জয়ী
৪.নন্দকুমার-সুকুমার দে-তৃণমূল কংগ্রেস-১১,৮৬৭ ভোটে জয়ী
৫.মহিশাদল-সুদর্শন ঘোষ দস্তিদার-তৃণমূল কংগ্রেস-২৮,১৬২ ভোটে জয়ী
৬.হলদিয়া-শিউলি সাহা-তৃণমূল কংগ্রেস-১১,৯২৪ ভোটে জয়ী
৭.নন্দীগ্রাম-ফিরোজা বিবি-তৃণমূল কংগ্রেস-৪৩,৬৪০ ভোটে জয়ী
---------------------------------------------

২০০৯ লোকসভা নির্বাচনের ফলাফল-

শুভেন্দু অধিকারী-তৃণমূল কংগ্রেস-৬,৩৭,৬৬৪ ভোট
লক্ষণ চন্দ্র শেঠ-সিপিআইএম-৪,৬৪,৭০৬ ভোট
রাজ্যশ্রী চৌধুরী-বিজেপি-২০,৫৭৩ ভোট

বিজয়ী-তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী জয়ী ১,৭২,৯৫৮ ভোটে জয়ী।

----------------------------------------------

কেন্দ্র-ঘাটাল
জেলা-পশ্চিম মেদিনীপুর

ভোটের দিন- ১২ মে, ২০১৪
-------------------------------

লোকসভা নির্বাচন ২০১৪-র প্রার্থী তালিকা
-------------------------------

সন্তোষ রানা সিপিআই
দীপক অধিকারী(দেব) তৃণমূল কংগ্রেস
মানস ভুঁইঞা কংগ্রেস
মহম্মদ আলম বিজেপি
------------------------------

২০১১ বিধানসভা নির্বাচনের পর ঘাটাল লোকসভা কেন্দ্রের ৭টি কেন্দ্র কোথায় দাঁড়িয়ে-

১.পাঁশকুড়া পশ্চিম ওমর আলি তৃণমূল কংগ্রেস ৯১৪০
২.সবং মানস রঞ্জন ভুঁইঞা কংগ্রেস ১৩,১৮৪
৩.পিংলা প্রবোধ চন্দ্র সিনহা ডিএসপি ১,২৩৪
৪.ডেবরা রাধাকান্ত মাইতি কংগ্রেস ৮,৮১৩
৫.দাশপুর অজিত ভুঁইঞা কংগ্রেস ২৪,৯২৭
৬.ঘাটাল শংকর দোলাই তৃণমূল কংগ্রেস ১৬,২৭৭
৭.কেশপুর রামেশ্বর দোলোই সিপিআইএম ৩৩,৮৪২
----------------------------------------

লোকসভা নির্বাচন ২০০৯-এর ফলাফল

প্রার্থী দল প্রাপ্ত ভোট

গুরুদাস দাশগুপ্ত সিপিআই ৬,২৫,৯২৩

নূর আলম চৌধুরী তৃণমূল কংগ্রেস ৪,৭৮,৭৩৯

মতিলাল খাটুয়া বিজেপি ৩৫,০০৪

বিজয়ী- সিপিআই প্রার্থী গুরুদাস দাশগুপ্ত ১,৪৭,১৮৪ ভোটে জয়ী
--------------------------------------------

.