জেলাভিত্তিক LIVE UPDATE-মুর্শিদাবাদ ও নদিয়া

রাজ্যের সাত জেলার ১৭টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। ভোট দিচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর ও নদিয়ার রানাঘাট, কৃষ্ণনগর। পড়ুন এই ৩ কেন্দ্রের LIVE UPDATE-

Updated By: May 12, 2014, 03:52 PM IST

রাজ্যের সাত জেলার ১৭টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। ভোট দিচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর ও নদিয়ার রানাঘাট, কৃষ্ণনগর। পড়ুন এই ৩ কেন্দ্রের LIVE UPDATE-

লড়াই কাদের মধ্যে-

বহরমপুর-অধীররঞ্জন চোধুরী (কংগ্রেস)
প্রমথেশ মুখার্জি (বামফ্রন্ট)
ইন্দ্রনীল সেন (তৃণমূল)
দেবেশ কুমার অধিকারী (বিজেপি)

রানাঘাট-সৌগত বর্মন-তৃণমূল কংগ্রেস
অর্চনা বিশ্বাস-সিপিআইএম
প্রতাপ রায়-কংগ্রেস
সু্প্রভাত বিশ্বাস-বিজেপি

কৃষ্ণনগর-তাপস পাল-তৃণমূল কংগ্রেস
শান্তনু ঝাঁ-সিপিআইএম
রাজিয়া আহমেদ-কংগ্রেস
সত্যব্রত মুখার্জি-বিজেপি

---------------------------------------------------------------------------------------------------------

মুর্শিদাবাদের সোমপাড়ায় ভোট ঘিরে উত্তেজনা। বয়স্কদের ভোট করানোকে কেন্দ্র করে হুমায়ন কবীরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জনওয়ানদের বচসা ও হাতাহাতি।

সকাল ৯.৩০- মুর্শিদাবাদের সোমপাড়ায় ভোট ঘিরে উত্তেজনা। বয়স্কদের ভোট করানোকে কেন্দ্র করে হুমায়ন কবীরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জনওয়ানদের বচসা ও হাতাহাতি।

সকাল ৭টা-কেন্দ্র কৃষ্ণনগর- সন্ত্রাসের আবহেই ভোট শুরু। উত্তপ্ত নদিয়ার গয়েশপুর। ছাপ্পাভোট, বুথদখল, মহিলাদের মারধরের অভিযোগ।

.