জেলাভিত্তিক LIVE UPDATE-পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

লোকসভা নির্বাচনের শেষ দফায় রাজ্যের ১৭টি আসনে চলছে ভোটগ্রহণ। ভোট চলছে পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। দেখে নেব এই কেন্দ্রের প্রার্থী কারা-

Updated By: May 12, 2014, 03:52 PM IST

লোকসভা নির্বাচনের শেষ দফায় রাজ্যের ১৭টি আসনে চলছে ভোটগ্রহণ। ভোট চলছে পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। দেখে নেব এই কেন্দ্রের প্রার্থী কারা-

কাঁথি-শিশির কুমার অধিকারী-তৃণমূল কংগ্রেস
তাপস সিনহা-সিপিআইএম
কূণাল ব্যানার্জি-কংগ্রেস
কমলেন্দু পাহাড়ি-বিজেপি

তমলুক-শুভেন্দু অধিকারী-তৃণমূল কংগ্রেস
শেখ ইব্রাহিম আলি-সিপিআইএম
শেখ আনওয়ার আলি-কংগ্রেস
বাদশা আলম-বিজেপি

ঘাটাল-সন্তোষ রানা সিপিআই
দীপক অধিকারী(দেব) তৃণমূল কংগ্রেস
মানস ভুঁইঞা কংগ্রেস
মহম্মদ আলম বিজেপি
----------------------------------------------------------------------------------------------------------------

LIVE UPDATE-

সকাল ৯.৪৫-ঘাটালে আক্রান্ত সিপিআইএম নেতা। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আহত নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

সকাল ১২টা-কেন্দ্র ঘাটাল- কেশপুরে একাধিক বুথ দখলের অভিযোগে কাঠগড়ায় শাসকদল। গোটা ঘটনা জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন।

সকাল ৯.৪৫-ঘাটালে আক্রান্ত সিপিআইএম নেতা। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আহত নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল ৮.৩০টা- কেন্দ্র ঘাটাল-পিংলার দুটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ।

সকাল ৮.১৫টা-কেন্দ্র তমলুক- নন্দীগ্রামের দাউদপুরের বিরোধী এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। খেজুরির বারাতলায় ভোটারদের বুথে যেতে বাধা।

সকাল ৭.৩০--কেন্দ্র ঘাটাল- পশ্চিম মেদিনীপুরের পিংলার একাধিক বুথ দখলের অভিযোগ। সবংয়ের খড়াইয়ে বাম প্রার্থীর এজেন্টকে অপহরণের অভিযোগ। বাম প্রার্থীর এজেন্ট ধনঞ্জয় মিত্র।

সকাল ৭টা-সন্ত্রাসের আবহেই ভোট শুরু।

.