এসএফআই নেতাকে গরম তেলের কড়াইয়ে ঠেলে ফেলার চেষ্টা

উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে এসএফআই নেতাকে গরম তেলের কড়াইয়ে ঠেলে ফেলার চেষ্টার অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। অভিযোগ, আমডাঙা বিধানসভাকেন্দ্রের দত্তপুকুর শ্রীকৃষ্ণনগরে সিপিআইএমের ক্যাম্প অফিসে হামলা চালায় তৃণমূল কর্মীরা।

Updated By: May 12, 2014, 12:57 PM IST

উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে এসএফআই নেতাকে গরম তেলের কড়াইয়ে ঠেলে ফেলার চেষ্টার অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। অভিযোগ, আমডাঙা বিধানসভাকেন্দ্রের দত্তপুকুর শ্রীকৃষ্ণনগরে সিপিআইএমের ক্যাম্প অফিসে হামলা চালায় তৃণমূল কর্মীরা।

ব্যাপক মারধর করা হয় এসএফআই নেতা চন্দন দাসকে। অভিযোগ, তাকে গরম তেলের কড়াইয়ে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা হয়। হাতে ও মাথায় গুরুতর আঘাত পান চন্দন। তাঁকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বেলেঘাটার ৩৪ ও ৩৫ নম্বর বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেশবন্ধু গার্লস ও বয়েজ হাইস্কুলের ঘটনা। সিপিআইএমের অভিযোগ, সকালেই তৃণমূলের কর্মীরা তাদের ওপর চড়াও হন। বুথ থেকে জোর করে বের করে দেওয়া হয় বিরোধীপক্ষের এজেন্টদের। এরপরেই শুরু হয়ে যায় ব্যাপক ছাপ্পা ভোট। শাসকদলের কর্মীদের তাণ্ডব থেকে রেহাই পাননি ভোটাররাও। লাইন থেকেও বেশকিছু ভোটারকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

.