মনোনয়ন পেশের সময় বিয়ের তথ্য লুকিয়ে বিধি ভঙ্গের অভিযোগ মোদীর বিরুদ্ধে

নরেন্দ্র মোদীর বিবাহিত জীবন নিয়ে যুযুধান কংগ্রেস ও বিজেপি। অতীতে অংশ নেওয়া নির্বাচনগুলিতে মনোনয়ন পেশের সময় নিজের বিয়ের তথ্য লুকিয়ে নির্বাচনী বিধি ভেঙেছেন নরেন্দ্র মোদী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে এই মর্মে অভিযোগ জানাল কংগ্রেস। অন্যদিকে জম্মু-কাশ্মীরে নির্বাচনী জনসভায় এই ইস্যুতে মোদীকে আক্রমণ করলেন খোদ কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

Updated By: Apr 12, 2014, 09:25 AM IST

নরেন্দ্র মোদীর বিবাহিত জীবন নিয়ে যুযুধান কংগ্রেস ও বিজেপি। অতীতে অংশ নেওয়া নির্বাচনগুলিতে মনোনয়ন পেশের সময় নিজের বিয়ের তথ্য লুকিয়ে নির্বাচনী বিধি ভেঙেছেন নরেন্দ্র মোদী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে এই মর্মে অভিযোগ জানাল কংগ্রেস। অন্যদিকে জম্মু-কাশ্মীরে নির্বাচনী জনসভায় এই ইস্যুতে মোদীকে আক্রমণ করলেন খোদ কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, দুহাজার দুই, দুহাজার সাত এবং দুহাজার বারোয় গুজরাতে বিধানসভা নির্বাচনে লড়ার সময় দাখিল করা হলফনামায় বিয়ের ব্যাপারে তথ্য গোপন করেছেন মোদী। এধরনের তথ্য গোপন করা নির্বাচনী বিধিভঙ্গের সামিল। শুক্রবার নির্বাচন কমিশনে গিয়ে কংগ্রেসের তরফে এই অভিযোগ জানান কপিল সিব্বাল।

অন্যদিকে শুক্রবারই মোদীর বিবাহিত জীবন নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাল কংগ্রেস। জম্মু-কাশ্মীরে নির্বাচনী জনসভায় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেন, বিজেপি মহিলাদের সম্মান জানানোর কথা বলে। অথচ গুজরাতের মুখ্যমন্ত্রী এতদিন নিজের স্ত্রীর বিষয়টিই উল্লেখ করেননি।

রাহুলের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া এসেছে বিজেপির তরফেও। গত বুধবারই ভদোদরা কেন্দ্রে মনোনয়ন পেশের সময় হলফনামায় স্ত্রী যশোদাবেনের কথা প্রথমবার জানান নরেন্দ্র মোদী। তারপরই এনিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে।

.