কাল গণনায় ব্যাপক কারচুপির আশঙ্কায় বিরোধীরা

রক্তে ভেজা ভোটের পর এবার গণনাতেও ব্যাপক কারচুপির আশঙ্কা করছে রাজ্যের বিরোধী দলগুলি। বামফ্রন্ট,কংগ্রেস, বিজেপি সব দলের নেতারাই আশঙ্কা প্রকাশ করছেন গণনা কারচুপি হবে। বাম নেতারা অভিযোগ করছেন, গণনায় লুটের ছক নাকি এখন থেকেই তৈরি হয়ে গিয়েছে। সই জাল করে এজেন্টের পরিচয়পত্র লোপাট করা হয়েছে হাওড়ায়,এমন অভিযোগও এসেছে।

Updated By: May 15, 2014, 10:38 AM IST

রক্তে ভেজা ভোটের পর এবার গণনাতেও ব্যাপক কারচুপির আশঙ্কা করছে রাজ্যের বিরোধী দলগুলি। বামফ্রন্ট,কংগ্রেস, বিজেপি সব দলের নেতারাই আশঙ্কা প্রকাশ করছেন গণনা কারচুপি হবে। বাম নেতারা অভিযোগ করছেন, গণনায় লুটের ছক নাকি এখন থেকেই তৈরি হয়ে গিয়েছে। সই জাল করে এজেন্টের পরিচয়পত্র লোপাট করা হয়েছে হাওড়ায়,এমন অভিযোগও এসেছে।

প্রদেশে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে,রাজ্যের পুলিস ও প্রশাসনকে সঙ্গে নিয়ে শাসদক দল এবার গণনায় ব্যাপক কারচুপি করতে পারে। বিজেপি আবার দাবি করেছে, যেভাবে ভোট হল,তাতে অন্তত গণনার সময় বিশেষ পর্যবেক্ষক সুধীর রাকেশকে সরিয়ে কমিশন অন্য অফিসার নিয়োগ করুন।

গণনার সময় নিশ্চিদ্র নিরাপত্তা সহ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য চাপ দিচ্ছে বিরোধীরা।

.