বিরোধীদের চাপে চতুর্থ দফা ভোটের আগে সক্রিয় হল কমিশন

বিরোধীদের চাপে চতুর্থ দফা ভোটের আগে সক্রিয় হল নির্বাচন কমিশন। ভোটারদের আস্থা যোগাতে বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া ও আসানসোলে কাল ভোট। মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে চিরুনি তল্লাসি চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Updated By: May 6, 2014, 04:10 PM IST

বিরোধীদের চাপে চতুর্থ দফা ভোটের আগে সক্রিয় হল নির্বাচন কমিশন। ভোটারদের আস্থা যোগাতে বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া ও আসানসোলে কাল ভোট। মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে চিরুনি তল্লাসি চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

রুট মার্চ চলছে অন্যান্য এলাকাতেও। তৃতীয় দফার ভোটে শাসকদলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছিল বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো কাজে লাগানো হয়নি বলেও অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনে।

চতুর্থ দফা ভোটের আগের দিন আসানসোল ছাড়া বাকি পাঁচটি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা গেছে। আসানসোলের অতি-স্পর্শকাতর বুথগুলিতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

ভোটাররা যাতে অবাধে ভোট দিতে পারেন, সে জন্য কেন্দ্রীয় বাহিনী, মাইক্রো অবজার্ভার ছাড়াও বুথে ভিডিও ক্যামেরা, ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে, এই সমস্ত ব্যবস্থা বাস্তবে কার্যকর হলো কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আগামিকাল ভোট শেষ হওয়া পর্যন্ত।

.