ফাঁক থেকে গেল নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি আর বাস্তবে, সন্ত্রাসের অভিযোগের হাত ধরেই রাজ্যে শেষ হল চতুর্থ দফার ভোট
নির্বাচন কমিশন কড়া ব্যবস্থার আশ্বাস দিলেও, প্রতিশ্রুতি ও বাস্তবে ফাঁক থেকে গেল। রাজ্যে চতুর্থ দফার ভোট শেষে এমনই দাবি বিরোধীদের। বেলা বাড়া সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অভিযোগের বহর। ছাপ্পাভোট, বুথ দখল, ভোটারদের হুমকি, মারধর জঙ্গলমহলের পাঁচ কেন্দ্র ও আসানসোল দিনভর ভোটচিত্রটা ছিল এমনই। এবারও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবারও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিরোধীরা।
নির্বাচন কমিশন কড়া ব্যবস্থার আশ্বাস দিলেও, প্রতিশ্রুতি ও বাস্তবে ফাঁক থেকে গেল। রাজ্যে চতুর্থ দফার ভোট শেষে এমনই দাবি বিরোধীদের। বেলা বাড়া সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অভিযোগের বহর। ছাপ্পাভোট, বুথ দখল, ভোটারদের হুমকি, মারধর জঙ্গলমহলের পাঁচ কেন্দ্র ও আসানসোল দিনভর ভোটচিত্রটা ছিল এমনই। এবারও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবারও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিরোধীরা।
আসানসোল
প্রতিবন্ধী ভোটারকে মারধর, বিরোধী এজেন্টকে অপহরণ, ছাপ্পা ভোট, বুথ দখল, ভোটারদের ভয় দেখানো। ভোট শুরু হতেই অভিযোগ আসতে শুরু করে আসানসোলের বিভিন্ন এলাকা থেকে। পাণ্ডবেশ্বরের ডাঙ্গালপাড়ায় সিপিআইএম সমর্থক বলে পরিচিত এক প্রতিবন্ধী ভোটারকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জামুড়িয়ার বিভিন্ন বুথে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে । জামসোলে তৃণমূল কর্মীদের হাতে প্রহৃত হন সিপিআইএম কর্মীরা।পাণ্ডবেশ্বর, জামুড়িয়া ও মণ্ডলপুরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে।বার্নপুরে বহিরাগতদের ভোটকেন্দ্র থেকে সরিয়ে দিতে লাঠি চালাতে হয় পুলিসকে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসানসোলের সিপিআইএম প্রার্থী বংশগোপাল চৌধুরী।
মেদিনীপুর
------
আসানসোলের মতোই ব্যাপক বুথ দখল ও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে মেদিনীপুরেও। গড়বেতায় তিরিশটিরও বেশি বুথ বিরোধীশূন্য করে অবাধে ছাপ্পার অভিযোগ তুলেছে বামেরা। নারায়ণগড়, কেশিয়াড়ি, মোহনপুর এবং দাঁতনের একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনী দেখা মেলেনি। স্পর্শকাতর বলে চিহ্নিত হলেও অনেক জায়গাতেই দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর। দেখা মেলেনি রাজ্য পুলিসেরও। বুথ দখলের অভিযোগ উঠেছে ঝাড়গ্রামের মায়তায়। নারায়ণগড়ে ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত হন তৃণমূল কর্মী। তাঁর গলায় আঘাত করা হয়। কাঠগড়ায় সিপিআইএম। সিপিআইএম নেতা সুশান্ত ঘোষের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে অকেজো করে রেখে ভোট লুঠ করছে তৃণমূল কংগ্রেস।
বাঁকুড়া
---
গণ্ডগোলের খবর এসেছে বাঁকুড়া থেকেও। আধাসেনা জওয়ানের সামনেই তৃণমূলের হুমকির মুখে পড়ছেন ন বারের বাম সাংসদ বাসুদেব আচারিয়া।বিষ্ণুপুরের খণ্ডঘোষে সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিআইএম-তৃণমূল কংগ্রেস। খণ্ডঘোষের কলেমপুর প্রাথমিক বিদ্যালয়ে ইভিএমে নজর রাখছিলেন এক ব্যক্তি। ২৪ঘণ্টায় খবর সম্প্রচারিত হওয়ার পরই তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বিষ্ণুপুরের কোতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়র ও তালডাঙরায় বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিষ্ণুপুরে একশোটি বুথে রিগিংয়ের অভিযোগ করেছে সিপিআইএম। নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করছেন বাঁকুড়ার জেলা সিপিআইএম সম্পাদক অমিয় পাত্র।