'প্লেব্যাক সিঙ্গার হতে চাই', জানালেন Zee বাংলা সারেগামাপা বিজয়ী অঙ্কিতা
''স্কুলের সকলের আমি ভীষণ সমর্থন পেয়েছি। সারেগামাপা চলাকালীনই ফাঁকতালে পড়াশোনা করেছি। মাঝে গোবরডাঙায় এসে পরীক্ষাও দিয়েছি। ''
রণিতা গোস্বামী: এক ঝটকায় গোবরডাঙার বাসিন্দা অঙ্কিতা ভট্টাচার্যের জীবনটা অনেকটাই যেন বদলে দিয়েছে Zee বাংলা সারেগামাপা। রবিবার রাতে Zee বাংলা সারেগামাপা ২০১৯ এর মঞ্চে বিজেতা হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর এখন অঙ্কিতা শুধুই প্লেব্যাক সিঙ্গার হওয়ার স্বপ্নে বুঁদ হয়ে রয়েছেন। সেকথাই Zee ২৪ ঘণ্টা ডিজিটালের সঙ্গে শেয়ার করলেন অঙ্কিতা।
অঙ্কিতার কথায়, ''আমি এই মুহূর্তে গোবডাঙার ইছাপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সামনেই আমার উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই আপাতত পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষাটা ভালো করে দিতে চাই। তবে ভবিষ্যতের কথা যদি জিজ্ঞাসা করেন, তাহলে বলব গানই আমার সব, আমি প্লেব্যাক সিঙ্গার হতে চাই। ''
Zeeবাংলা সারেগামাপা-তে যোগ দেওয়ার জন্য বহুদিন গোবরডাঙার বাইরে থাকতে হয়েছে। স্কুল কামাই হয়েছে, পড়াশোনা ও গান কিভাবে ব্যালেন্স করেছো? এক্ষেত্রে অঙ্কিতার বক্তব্য, '' স্কুলের শিক্ষকরা সকলেই আমাকে ভীষণ সাহায্য করেছেন, স্যার সব সময় বলতেন, গানকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমায় কখনওই তাই স্কুলের অ্যাটেনডেন্স নিয়ে ভাবতে হয়নি। এমনকি প্রয়োজনে পরীক্ষার দিন থাকতে পারব না জেনে আলাদা করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্কুলের সকলের কাছ থেকে আমি ভীষণ সমর্থন পেয়েছি। সারেগামাপা চলাকালীনই ফাঁকতালে পড়াশোনা করেছি। মাঝে গোবরডাঙায় এসে পরীক্ষাও দিয়েছি। ''
অঙ্কিতার কথায় ''বাড়িতে মা ও বাবা দুজনের কাছ থেকেই গানের অনুপ্রেরণা পেয়েছি। মা-বাবা ছাড়া, গোবরডাঙার রাধাপদ পালের কাছে গান শিখতাম, পরবর্তীকালে রথীজিৎ ভট্টাচার্যের কাছে গত ৭ বছর হল গান শিখছি। আমার আইডল আশা ভোঁসলে, আর ভীষণ পছন্দের গায়িকা শ্রেয়া ঘোষাল, পাশাপাশি কিশোর কুমার, সনু নিগম, সুনিধি চৌহান সহ অনেকের গানই শুনতে বেশ ভালো লাগে।''
ব্যক্তিগতভাবে কী ধরনের গান গাইতে ভালো লাগে? এর উত্তরে অঙ্কিতা বলেন, '' এই প্রশ্নটা আমায় অনেকেই করেছেন, আমি ঠিক কী উত্তর দেব বুঝতে পারি না। কারণ আমি সবধরনের গান গাইতেই বেশ পছন্দ করি। এক্ষেত্রে আমার কোনও বাছ বিচার নেই। তবে একটা কথা না বললেই নয়, তামিল গান শুনতে আমার বেশ ভালো লাগে। ''
গান ছাড়াও, আবৃত্তি করতে, নাটক করতে, এমনকি নাচ করতেও তাঁর ভালোলাগে বলে জানান অঙ্কিতা। শুধু তাই নয়, Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে অঙ্কিতা জানান, খেলাধূলোতেও তাঁর বেশ আগ্রহ রয়েছে। এমনকি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় বেশ কয়েকবার পুরস্কারও জিতেছেন তিনি। স্কুলে দৌড়ে প্রথম হওয়ার রেকর্ডও রয়েছে তাঁর।
Zee বাংলা সারেগামাপা ২০১৯-এর বিজেতার মুকুট মাথায় ওঠার পর এখন বিভিন্ন ক্ষেত্রে গান গাওয়ার প্রস্তাব আসছে বলে জানান অঙ্কিতা। তাঁর কথায়, '' মিউজিক অ্যালবাম, ফিল্ম সহ বিভিন্ন জায়গায় গান গাওয়ার প্রস্তাব আসছে। বিভিন্ন জায়গায় শো করারও প্রস্তাব আসছে। তবে আমি বেছে বেছেই শো করতে চাই, কারণ আমার মনে হয় বেশি শো করলে গলা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে আমার লক্ষ্য শো করা নয়, প্লেব্যাক সিঙ্গার হওয়া।''
অঙ্কিতা আগামী দিনের পথ চলার জন্য Zee ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে রইল অনেক শুভেচ্ছা।