প্রিয়াঙ্কা রেডি টু পাঞ্চ, কেন দেখবেন মেরি কম? জেনে নিন পাঁচ কারণ

আগামিকাল মুক্তি পেতে চলেছে অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কমের বায়োপিক মেরি কম। সঞ্জয় লীলা বনশালি প্রযোজিত, ওমঙ্গ কুমার পরিচালিত ছবিতে অভিনয় করে খোদ প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছে এটিই তাঁর জীবনের সবথেকে কঠিন চরিত্র। দর্শকরা কেন দেখতে যাবেন মেরি কম? জেনে নিন-

Updated By: Sep 4, 2014, 11:19 PM IST
প্রিয়াঙ্কা রেডি টু পাঞ্চ, কেন দেখবেন মেরি কম? জেনে নিন পাঁচ কারণ

ওয়েব ডেস্ক: আগামিকাল মুক্তি পেতে চলেছে অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কমের বায়োপিক মেরি কম। সঞ্জয় লীলা বনশালি প্রযোজিত, ওমঙ্গ কুমার পরিচালিত ছবিতে অভিনয় করে খোদ প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছে এটিই তাঁর জীবনের সবথেকে কঠিন চরিত্র। দর্শকরা কেন দেখতে যাবেন মেরি কম? জেনে নিন-

১. বক্সার মেরি কমের জীবনের ওপর তৈরি ছবিতে দেখানো হয়েছে তাঁর জীবনযুদ্ধ ও সাফল্যের কাহিনি। যা এখনও মানুষের অজানা। ইতিহাস জানার অপেক্ষায় করেছেন দর্শক।

২. সঞ্জয় লীলা বনশালির ছবি মানেই দৃশ্যসুখ। হম দিল দে চুকে সনম, দেবদাস, ব্ল্যাক, সাঁওয়ারিয়া, গুজারিশ, রাম লীলা সবছবির মতোই মেরি কমও দর্শকদের দিতে চলেছে দৃশ্যসুখ।

৩. খেলোয়াড়দের জীবন দিয়ে তৈরি ছবি সবসময়ই অন্য প্রত্যাশা তৈরি করে। চক দে ইন্ডিয়া বা ভাগ মিলখা ভাগের সাফল্যই সেই কথা বলে দিচ্ছে।

৪. ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় সবথেকে বড় ইউএসপি। মেরি কমের সঙ্গে তুলনা না করে উত্তর-পূর্ব ভারতকে কীভাবে প্রিয়াঙ্কা তুলে ধরেন ছবিতে তা সত্যিই দেখার।

৫. খুব কম বলিউড ছবিই শুটিং হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্ছলে। তাই মেরি কমের দৃশ্য সত্যিই হতে চলেছে অন্যরকম।

 

.