WB assembly election 2021: কৃষ্ণনগরেই থাকবেন, বাড়ি ভাড়া খুঁজছেন Koushani Mukherjee

ইতিমধ্যেই কলকাতা ছেড়ে কৃষ্ণনগরে পৌঁছেছেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 9, 2021, 07:46 PM IST
WB assembly election 2021: কৃষ্ণনগরেই থাকবেন, বাড়ি ভাড়া খুঁজছেন Koushani Mukherjee

নিজস্ব প্রতিবেদন : সামনেই নির্বাচন। জোর কদমে চলছে প্রস্তুতি। ভোট প্রচারে ইতিমধ্যেই কলকাতা ছেড়ে কৃষ্ণনগরে পৌঁছেছেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়। সেখানে পৌঁছে Zee ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন কৌশানি।

কৌশানি জানান, তিনি আপাতত কৃষ্ণনগরেই থাকবেন। তাই বাড়িভাড়া খুঁজছেন। যতক্ষণ না খুঁজে পাচ্ছেন ততদিন সেখানকার একটি হোটেলে থাকবেন।কৌশানির কথায়, ''কৃষ্ণনগরে এসে ভালো লাগছে। আমি আগে থেকেই এই জায়গার সঙ্গে পরিচিত। কারণ আমার প্রথম ছবি (পারব না আমি ছাড়তে তোকে)র শ্যুটিং এখানেই হয়েছিল। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)র দূত হিসাবে আমি এখানে এসেছি। দিদির জন্যই সকলে আমায় ভোট দেবেন। লড়াইটা হচ্ছে বিজেপির এতগুলো নেতার সঙ্গে দিদির। দিদিই দুর্গা, তিনিই বাঁচাবেন।''

আরও পড়ুন-BJP-র মিঠুন ও রুদ্রর সঙ্গে 'অন্যরকম আড্ডা'য় Jisshu Sengupta

আরও পড়ুন-২০১৯ এ হারা কেন্দ্রে জয়ে ফিরতে তারকায় ভরসা Mamata Banerjee-র?

২০১৯-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপি এগিয়ে এবিষয়ে জিজ্ঞেস করা হলে কৌশানি বলেন, ''বড়দের কথা মেনে চলব, তাঁরাই জিততে সাহায্য করবেন। ১ মিনিটও সময় নষ্ট করতে চাই না। আগামীকাল থেকেই প্রচার শুরু করব। জিতে অনেক কাজ করার ইচ্ছা আছে। এখানকার মানুষের যা সমস্যা মেটানোর চেষ্টা করব।''

.