Swine Flu-এ আক্রান্ত অভিনেতা, তৃণমূল প্রার্থী Soham Chakraborty?

 সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর নিয়ে অবশেষে মুখ খুললেন সোহম। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 20, 2021, 05:53 PM IST
Swine Flu-এ আক্রান্ত অভিনেতা, তৃণমূল প্রার্থী Soham Chakraborty?

নিজস্ব প্রতিবেদন : অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী (Soham Chakraborty) নাকি অসুস্থ, সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত। শনিবার সকাল থেকেই ছড়িয়ে পড়ে এমন খবর। তাঁর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর নিয়ে অবশেষে মুখ খুললেন সোহম। 

ফেসবুকে সোহম লেখেন, ''আমার শুভানুধ্যায়ীরা, যাঁরা আমার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের উদ্দেশ্যে বলি উদ্বেগের কোনো কারণ নেই। বিভিন্ন পোর্টালে যা প্রকাশ করা হয়েছে, আমার শারীরিক অবস্থা অতটাও গুরুতর কিছুই নয়। সামান্য জ্বর হয়েছে। তাই রুটিন চেকআপে আমি একদিনের জন্য কলকাতায় ফিরি। তবে আমি এখন সম্পূর্ণ সুস্থ। আগামিকালই আবারও সকলের সঙ্গে চণ্ডীপুরের মাটিতে দেখা হবে। আপনাদের সকলের ভালবাসা এবং উদ্বেগের জন্য আমি আবারো ধন্যবাদ জানাই। আমি একদম ঠিক আছি এবং আমার সমস্ত রিপোর্ট ভালো। টেস্টের কারণেই আমি একদিনের জন্য কলকাতায় ছিলাম। আগামীকাল উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। জনসভায় উপস্থিত থাকবো আমি এবং তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সময় ঠিক দুপুর ৩ টা।  ভগবানপুর, ডেরেদিঘী, বি. এড কলেজ মাঠে।  সকলের উপস্থিতি একান্ত কাম্য। ''

আরও পড়ুন-''টাকার লোভে বিক্রি হয়ে যাইনি'', বামেদের সমর্থনে ভোটপ্রচারে গিয়ে বললেন Sreelekha

আমার শুভানুধ্যায়ীরা, যারা আমার শারীরিক অবস্থা নিয়ে উদ্যোগ প্রকাশ করছো। তাদের উদ্দেশ্যে বলি উদ্বেগের কোনো কারণ নেই। ...

Posted by Soham Chakraborty on Saturday, 20 March 2021

জানা যাচ্ছে, জ্বর হওয়ার কারণেই সোহম বেশকিছু টেস্ট করাতে কলকাতায় এসেছিলেন। যে টেস্টগুলির মধ্যে সোয়াইন ফ্লু টেস্টও ছিল। সেখান থেকেই অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের চণ্ডীপুরের প্রার্থীর সোয়াইন ফ্লু হওয়ার ভুয়ো ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তারকা দম্পতি Neel-Trina

.