টলিউডের কলাকুশলীদের করোনা পরীক্ষা শুরু করল WATP, দেওয়া হবে টিকাও

টানা ১৮ দিন ধরে চলবে এই পরীক্ষা। তারপর দেওয়া হবে টিকাও।

Updated By: May 10, 2021, 01:01 PM IST
টলিউডের কলাকুশলীদের করোনা পরীক্ষা শুরু করল WATP, দেওয়া হবে টিকাও

নিজস্ব প্রতিবেদন- একের পর এক কোভিড আক্রান্তের খবর আসছে টলিউড ও টেলিউড থেকে। সিরিয়ালের ফ্লোর থেকে একের পর এক করোনা আক্রান্ত হওয়ার খবর মনে ভয় ধরিয়েছে কলাকুশলী থেকে অভিনেতা-পরিচালক পর্যন্ত। প্রথম সারির অনেক অভিনেতাই ক্ষোভ প্রকাশ করে বলছিলেন, শিল্পী ও কলাকুশলীদের কী হল না হল, তাতে ফেডারেশনের কিছুই যায় আসে না। এই আবহেই সোমবার সকালে ভারতলক্ষ্মী স্টুডিওতে শুরু হল করোনার  Rapid Antigen Test। সম্পূর্ণ বিনামূল্যে করানো হচ্ছে এই টেস্ট। উদ্যোগ নিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স। সংস্থার সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, টানা ১৮ দিন ধরে চলবে এই পরীক্ষা। তারপর দেওয়া হবে টিকাও।

ভারতলক্ষ্মী স্টুডিওতে সোমবার ১১১ জনের বিনামূল্যে পরীক্ষা নেওয়া হল। প্রায় ২৫০০ জনের পরীক্ষা হবে আগামি ১৭ দিনে। ফেডারেশনের সভাপতি আরও জানান, যদিও আর্টিস্ট ফোরাম এখন ফেডারেশনের অংশ নয়, কিন্তু অভিনেতারা যদি করোনা পরীক্ষার জন্য আবেদন করেন, তবে তাঁদেরকেও এই পরীক্ষা ও টিকাকরণের আওতাভুক্ত করা হবে। সোমবার থেকে শুরু হওয়া এই করোনা পরীক্ষা দাঁড়িয়ে তদারকি করেন ফেডারেশনের সম্পাদক অপর্ণা ঘটক।

আরও পড়ুন:  '৫ বছরের ছেলেকে মুম্বইয়ের হোটেলে ফেলে শুটিং করতে চলে গেছেন শ্বেতা', গুরুতর অভিযোগ প্রাক্তন স্বামীর         

.