VIDEO: ফের ভাইরাল 'ড্যান্সিং আঙ্কেল', এবার মিঠুনের গানের তালে পা মেলালেন তিনি

ফের ভাইরাল ড্যান্সিং ডাব্বু আঙ্কেল। এবার মিঠুন চক্রবর্তীর 'জুলি জুলি' গানের তালে পা মিলিয়েছেন তিনি। আর এবারও তাঁর পারফর্মেন্স থেকে চোখ ফেরানো মুশকিল। 

Updated By: Aug 25, 2018, 01:31 PM IST
VIDEO: ফের ভাইরাল 'ড্যান্সিং আঙ্কেল', এবার মিঠুনের গানের তালে পা মেলালেন তিনি

নিজস্ব প্রতিবেদন: ফের ভাইরাল ড্যান্সিং ডাব্বু আঙ্কেল। এবার মিঠুন চক্রবর্তীর 'জুলি জুলি' গানের তালে পা মিলিয়েছেন তিনি। আর এবারও তাঁর পারফর্মেন্স থেকে চোখ ফেরানো মুশকিল। 

গত মে-মাসের শেষে সোশ্যাল সাইটে শোরগোল ফেলেন মধ্যপ্রদেশের বিদিশার বাসিন্দা সঞ্জীব শ্রীবাস্তব। যদিও তখন তাঁর আসল নাম জানা ছিল না নেটিজেনদের। ফলে 'ডাব্বু আঙ্কেল' নামে তাঁকে ডাকতে শুরু করেন অনেকে। পরে জানা যায়, সোশ্যাল সাইটে ঝড় তোলা ওই ব্যক্তি একজন অধ্যাপক। 

গুজবই সত্যি! মা হচ্ছেন নেহা ধুপিয়া

 

নাচের জন্য ইতিমধ্যে একাধিক স্বীকৃতিও পেয়েছেন সঞ্জীব শ্রীবাস্তব। মধ্যপ্রদেশ সরকার তাঁকে রাজ্যের অ্যাম্বাসাডর ঘোষণা করেছে। শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং সেরাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হিন্দি টেলিভিশন চ্যানেলে গোবিন্দার সঙ্গে নাচের তালে পা-মেলানোর সুযোগও পেয়েছেন তিনি। 

.