অন্তরঙ্গ মুহূর্তে সারা দেশে শোরগোল ফেলে দিয়েছেন সানা

ওয়েব ডেস্ক: বসন্ত আসার আগেই বলিউডে যেন কোকিলের কুহু কুহু সুরু হয়ে গেল! সিনেমা নয়, একটা গানের দৃশ্যতেই শুরু হৈ চৈ। পাল্টা জবাব দিলেন বলিউডের নিউ সেনসেশন সানা খান। "বলিউডে তো এর আগেও এমন অনেক দৃশ্য শ্যুট করা হয়েছে যেখানে চুম্বন রয়েছে। অনেক ছবিতেই উষ্ণ মুহূর্ত দেখানো হয়েছে। তখন তো এমন প্রশ্ন ওঠেনি। আমাকে নিয়ে কেনও এত শোরগোল? অবাক লাগছে", অন্তরঙ্গ মুহূর্তে সারা দেশে শোরগোল ফেলে দেওয়া অভিনেত্রী সানা খান তাঁকে নিয়ে হওয়া হৈ হট্টগোলের উত্তর দিলেন এভাবেই।

 

জয় হো'র অভিনেত্রীর প্রশ্ন, "ভারত এখন অনেক উদার মনস্ক হয়েছে। এখানে অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে আর কোনও ট্যাবুও নেই। একটা স্টোরির পার্ট হিসেবে অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। আমরা পশ্চিমী বিশ্বের মতই খোলা মনের ভাবনা চিন্তায় বিশ্বাস করি। তাহলে বার বার কেন শুধুমাত্র অন্তরঙ্গতা নিয়েও প্রশ্ন আসছে"? 

 

 

English Title: 
Wajah Tum Ho Video
News Source: 
Home Title: 

অন্তরঙ্গ মুহূর্তে সারা দেশে শোরগোল ফেলে দিয়েছেন সানা

অন্তরঙ্গ মুহূর্তে সারা দেশে শোরগোল ফেলে দিয়েছেন সানা
Yes
Is Blog?: 
No