তৈরি হচ্ছে বিদ্যার বিয়ের শাড়ি
অ্যাওয়ার্ড ফাংশন, ছবির প্রেমিয়ার, বিয়ে বাড়ি বা যে কোনও অনুষ্ঠান। বিদ্যা বালন মানেই ট্রাডিশনাল শাড়ি। বিয়ের পিঁড়িতে বসতেও যে বিদ্যা শাড়িই পছন্দ করবেন তা বলার অপেক্ষা রাখে না। আর শাড়ির ব্যাপারে সব্যসাচী ছাড়া ভাবতেই পারেন না তিনি। বিয়ের জন্যও সব্যসাচীকে ১৮টা শাড়ি বানানোর অর্ডার দিয়েছেন বিদ্যা।
অ্যাওয়ার্ড ফাংশন, ছবির প্রেমিয়ার, বিয়ে বাড়ি বা যে কোনও অনুষ্ঠান। বিদ্যা বালন মানেই ট্রাডিশনাল শাড়ি। বিয়ের পিঁড়িতে বসতেও যে বিদ্যা শাড়িই পছন্দ করবেন তা বলার অপেক্ষা রাখে না। আর শাড়ির ব্যাপারে সব্যসাচী ছাড়া ভাবতেই পারেন না তিনি। বিয়ের জন্যও সব্যসাচীকে ১৮টা শাড়ি বানানোর অর্ডার দিয়েছেন বিদ্যা।
সব্যসাচীর টিমের এক সদস্যের বয়ান অনুযায়ী, বিদ্যা যে ১৮টা শাড়ির অর্ডার দিয়েছেন তার মধ্যে দুটো ব্রাইডাল ওয়্যার। বাকিগুলো বিয়ের অনুষ্ঠানের দিনের বেলা পরার জন্য। তবে ১৮টার মধ্যে সবথেকে স্পেশ্যাল শাড়িটা সব্যসাচী নিজের হাতে বানাবেন। এখন আপাতত লন্ডনে রয়েছেন পেপসি(সব্যসাচী)। মুম্বই ফেরার পথে চেন্নাই থেকে এক্সক্লুসিভ মাদ্রাজি সিল্কের মেটিরিয়াল নিয়ে এসে শাড়ি বানাবেন সব্যসাচী। পয়লা ডিসেম্বরের মধ্যেই সব শাড়ির ডেলিভারি চেয়েছেন বিদ্যা।
ডিসেম্বরের মাঝামাঝিই বয়ফ্রেন্ড ইউটিভি ডিজনির সিইও সিদ্ধার্থ রয় কপুরকে বিয়ে করতে চলেছেন বিদ্যা। তবে বিয়ের ব্যাপারে এখনও মুখ খোলেননি কেউই। গত দুবছর নিজেদের সম্পর্ককে মিডিয়ার থেকে আড়াল করে রেখেছিলেন বিদ্যা-সিদ্ধার্থ। ঠিক সেভাবেই বিয়েটাও প্রচারের আলো থেকে দূরেই রাখতে চান তাঁরা। তামিল ট্রাডিশ মেনে দিনের বেলায় বিয়ে করবেন বিদ্যা। গোটা ডিসেম্বরটাই প্রায় ছুটি নিয়েছেন সিদ্ধার্থ। ক্যারিবিয়ান আইল্যান্ডে হনিমুনে যেতে পারেন বলিউডের নতুন হাই প্রোফাইল কাপল।