অনলাইনে দেখুন বিধুবিনোদ চোপড়া ফিল্ম ফেস্টিভ্যাল

বিধুবিনোদ চোপড়ার ছবি অনলাইনে। এই প্রথম বিধুবিনোদ চোপড়া ব্যানারের বাছাই ৮টি ছবি নিয়ে হচ্ছে অনলাইন ফিল্ম ফেস্টিভ্যাল। ৭ মে থেকে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত চলবে অনলাইন ফেস্টিভ্যাল। এই কদিন দর্শকরা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবেন ছবিগুলি।

Updated By: Jun 1, 2012, 07:18 PM IST

বিধুবিনোদ চোপড়ার ছবি অনলাইনে। এই প্রথম বিধুবিনোদ চোপড়া ব্যানারের বাছাই ৮টি ছবি নিয়ে হচ্ছে অনলাইন ফিল্ম ফেস্টিভ্যাল। ৭ মে থেকে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত চলবে অনলাইন ফেস্টিভ্যাল। এই কদিন দর্শকরা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবেন ছবিগুলি।
বিখ্যাত ডিজিট্যাল মিডিয়া কোম্পানি `ইয়াহু ইন্ডিয়া`-র ওয়েবসাইটে ৭ মে লঞ্চ হয়েছে বিধুবিনোদ চোপড়া অনলাইন ফিল্ম ফেস্টিভ্যাল। `থ্রি ইডিয়টস,` `মুন্নাভাই এমবিবিএস,` `লাগে রহো মুন্নাভাই,` `পরিণীতা,` `পরিন্দা,` `খামোশ,` `মিশন কাশ্মীর` এবং `করীব`-এর মতো ৮টি সুপারহিট ছবি নিয়ে হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিটি ছবি অনলাইন লঞ্চের পর থেকে আগামী ৬০দিন পর্যন্ত বিনামূল্যে দেখতে পাবেন দর্শকরা।
২০১১ সালে চিলড্রেনস অ্যানিমেশন ফিল্ম `সুপার কে`-র এক্সক্লুসিভ অনলাইন প্রিমিয়র দেখেছিল দর্শক। খুব সম্প্রতি `বাল গনেশ` ও `স্ট্যানলি কা ডাব্বা` নিয়ে অনলাইন চিলড্রেনস ফিল্মস ফেস্টিভ্যালও করেছিল `ইয়াহু ইন্ডিয়া।`

.