Twinkle Khanna : পরপুরুষের স্তনবৃন্তে চুম্বন করছে মা, লেন্সবন্দি করে ট্যুইঙ্কেলের ছেলে
'আমার সিনেমা আমার ছেলেমেয়েদের দেখতে দিই না। তবে আমার ছেলে এখন প্রাপ্ত বয়স্ক। তবে জান-এ অজয় দেবগণের সঙ্গে ওই দৃশ্যটি চলছিল, আমার ছেলে তখন ঘুরে বেড়াচ্ছে। অথচ আমি কিছুই বলতে পারছি না। ও ওই দৃশ্যটিই বারবার দেখতে থাকল যেখানে আমি অন্যপুরুষের স্তনবৃন্তে চুমু খাচ্ছি। ও আমার জন্মদিনে এটারই কোলাজ বানিয়ে দিয়েছে।'
Twinkle Khanna, জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: পরপুরুষের স্তনবৃন্তে চুম্বন করছে মা। দেখে ফেলেছিল ছেলে আরভ। একবার নয় বারবার। তবে বাধা দেননি মা ট্যুইঙ্কল খান্না। প্রাক্তন অভিনেত্রী, লেখিকা ট্যুইঙ্কেল খান্না এক সাক্ষাৎকারে নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন এই কঠিন সত্যি। ভাবছেন, তাহলে অক্ষয়ের সঙ্গে বিয়ের পরও পরকীয়ায় জড়িয়েছিলেন? নাহ সেটা অবশ্য ঘটেনি।
ট্যুইঙ্কেল যেকথা বলছেন, সেটি ১৯৯৬-এ মুক্তি পাওয়া 'জান' ছবির দৃশ্য। অজয় দেবগণের স্তনবৃন্তে বারবার চুমু খেতে দেখা গিয়েছিল ট্যুইঙ্কেলকে। তাঁর কথায়, 'আমি সাধারণত আমার সিনেমা আমার ছেলেমেয়েদের দেখতে দিই না। তবে আমার ছেলে এখন প্রাপ্ত বয়স্ক। তবে জান-এ অজয় দেবগণের সঙ্গে ওই দৃশ্যটি চলছিল, আমার ছেলে তখন ঘুরে বেড়াচ্ছে। অথচ আমি কিছুই বলতে পারছি না। ও ওই দৃশ্যটিই বারবার দেখতে থাকল যেখানে আমি অন্যপুরুষের স্তনবৃন্তে চুমু খাচ্ছি। ও আমার জন্মদিনে এটারই কোলাজ বানিয়ে দিয়েছে। এটা অসুস্থতা'
ট্যুইঙ্কেলের কথায়, 'আমার মনে হয় না কেরিয়ার নিয়ে আমার পরিবারের খুব বেশি সমর্থন ছিল। চাকরি, কেরিয়ার এই বিষয়টি আলাদা। আমি এটা কোনওদিনই খুব বেশি উপভোগ করিনি। সব সময়ের জন্যই আমার মনে হত, বাড়ি ফিরে যাই, গিয়ে বসে বই পড়ি। এমনও হয়েছে সেটে কাজের ফাঁকে উল বুনছি, স্পট বয় এসে বলল, এইরকম করবেন না, লোকে তো আন্টিজি বলবে। আমি এই রকম ইমেজ নিয়েই থেকেছি, যদিও আমি ঠিক এমন মানুষ নই।'
১৯৯৫-এ ববি দেওয়ালের বিপরীতে 'বরসাত' ছবির হাত ধরে বলিউডে কেরিয়ার শুরু করেন ট্যুইঙ্কেল খান্না। পরবর্তীকালে 'মেলা', 'ইতিহাস'-এর মতো ছবিতে অভিনয় করেছেন। ১৯৯৬ সালে 'জান' ছবিতে অজয় দেবগণের নায়িকা হন ট্যুইঙ্কেল। তাঁর শেষ ছবি 'লভ কে লিয়ে কুছ ভি করেগা', যেটা ২০০১ সালে মুক্তি পায়। তবে অক্ষয় কুমারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর অভিনয় করিয়ার ছেড়ে বই লেখায় মন দেন তিনি। বর্তমানে অক্ষয়ের সঙ্গে আরভ ও নিতারা দুই সন্তান রয়েছে ট্যুইঙ্কেলের।