দলিতদের নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগ, প্রাক্তন Big Boss প্রতিযোগীর বিরুদ্ধে FIR
এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করল পুলিস।
নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় দলিত সম্প্রদায়কে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগ। বিগ বস (Big Boss) এবং নাচ বালিয় (Nach Baliye)-এর প্রাক্তন প্রতিযোগী ইউভিকা চৌধুরীর (Yuvika Chaudhary) বিরুদ্ধে এবার হরিয়ানায় দায়ের হল এফআইআর (FIR)। সমাজকর্মী রজত কালসানের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করল পুলিস।
জানা গিয়েছে, গত 26 মে হান্সি সিটি পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করেন সমাজকর্মী রজত কালসান। এরপর তাঁর অভিয়োগ খতিয়ে দেখে সাইবার সেল। তারপর শুক্রবার Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) আইনে অভিযোগ দায়ের করে পুলিস। ঘটনার সূত্রপাত, ইউভিকা চৌধুরীর (Yuvika Chaudhary) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড হওয়া একটি ভিডিয়োকে ঘিরে। নেটিজেনদের একাংশের অভিযোগ, ওই ভিডিয়োতে করা মন্তব্যের দ্বারা দলিত সম্প্রদায়ের মানুষদের মানহানি করেছেন ইউভিকা (Yuvika Chaudhary)। এরপরই বিগ বস (Big Boss)-এর প্রাক্তন এই প্রতিযোগীর গ্রেফতারির দাবি ওঠে সোশ্যাল মিডিয়ায়।
Few days ago munmun dutta used the word. These celebrities are normalising it. This is non negotiable @HansrajMeena #ArrestYuvikaChoudhary #मोदी_पनौती_है #नौकरी_चोर_भाजपा pic.twitter.com/MkczaNvrXE
— Md Toushif (@MdToush0786) May 25, 2021
আরও পড়ুন: 'খুল্লমখুল্লা' প্রেম করতে এবার মালাইকার পড়শি অর্জুন, কিনলেন বিলাসবহুল ফ্ল্যাট
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত 'Indoo Ki Jawani'-র প্রযোজক Ryan, মন খারাপ বলিউডের
যদিও পরে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নেন ইউভিকা। কিন্তু তাতেও বিতর্ক থামেনি।