বিয়ে করলেন অভিনেত্রী সোলাঙ্কি

বিয়ে করলেন টেলিভিশন অভিনেত্রী সোলাঙ্কি রায়। দীর্ঘদিনের বন্ধু গোগোলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ‘ইচ্ছে নদীর’ মেঘলা।

Updated By: Feb 5, 2018, 05:16 PM IST
বিয়ে করলেন অভিনেত্রী সোলাঙ্কি

নিজস্ব প্রতিবেদন : বিয়ে করলেন টেলিভিশন অভিনেত্রী সোলাঙ্কি রায়। দীর্ঘদিনের বন্ধু গোগোলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ‘ইচ্ছে নদীর’ মেঘলা।

বেশ কিছুদিন ধরেই সোলাঙ্কির বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। তার মাঝেই সোশ্যাল সাইটে ‘এনগেজড’ স্টেটাস দিয়ে সেই জল্পনায় ঘৃতাহুতি দেন সোলাঙ্কি নিজে। এসবের মাঝেই ৪ ফেব্রুয়ারি বন্ধু গোগোল বসুর সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলেন পর্দার মেঘলা।

আরও পড়ুন : অদিতি মুন্সির রিসেপশনের ছবি দেখুন  

জানা যাচ্ছে, বর্তমানে নিউজিল্যান্ডে কর্মরত গোগোল। তাই বিয়ের পর সোলাঙ্কিকে নিয়ে তিনি বিদেশে পাড়ি দেবেন কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

দেখুন সোলাঙ্কির বিয়ের সেই ছবি..

এদিকে ‘ইচ্ছে নদী’র পর বর্তমানে ‘সাত ভাই চম্পা’য় দেখা যাচ্ছে সোলাঙ্কিকে। রানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করছেন এই টেলিভিশন তারকা।

ছবি-সোলাঙ্কি রায়ের টুইটার হ্যান্ডেল 

.