''অভিষেক অপদার্থ, বাবার খ্যাতিতে সুন্দরী বৌ পেয়েছেন'', আক্রমণের মুখে অভিষেক

 ক্রিকেটার স্টুয়ার্ট বিনির সঙ্গে এই তুলনায় বেজায় চটেছেন  অমিতাভ বচ্চন পুত্র অভিষেক। 

Updated By: Dec 17, 2018, 03:19 PM IST
''অভিষেক অপদার্থ, বাবার খ্যাতিতে সুন্দরী বৌ পেয়েছেন'', আক্রমণের মুখে অভিষেক

নিজস্ব প্রতিবেদন: ''অভিষেক বচ্চন 'অপদার্থ', তিনি আদপে ক্রিকেটার স্টায়ার্ট বিনির রেপ্লিকা। দুজনেই অপদার্থ, অথচ দুজনেরই সুন্দরী স্ত্রী রয়েছেন। তারকা বাবার খ্যাতির সুবাদে কাজ পান, অথচ কোনও যোগ্যতাই নেই।'' সম্প্রতি, এভাবেই জুনিয়ার বচ্চনকে টুইটারে আক্রমণ করেন এক নেটিজেন। যার টুইটার অ্য়াকাউন্টের নাম ববি দেওল। আর ক্রিকেটার স্টুয়ার্ট বিনির সঙ্গে এই তুলনায় বেজায় চটেছেন অমিতাভ বচ্চন পুত্র অভিষেক। 

আরও পড়ুন-স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৮: সেরা অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী আলিয়া ভাট, দেখুন আর কার কার মুকুটে উঠল সেরার পালক...

সাধারণত, অভিষেক বচ্চন শান্ত স্বভাবের। তবে এধরনের সমলোচনায় বেজায় রেগে যান তিনি। অভিষেক রেগে গিয়ে জবাব দেন, '' আমি যে জায়গায় পৌঁছেছি, সেই পর্যন্তই এসে দেখান। আপনি আমার জুতোর থেকেও অনেক দূরে রয়েছেন। আমার মতো ১০ কদমও এগিয়ে দেখান তাহলে বুঝব। নিজের চরকায় তেল দিন, অন্যদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ''

আরও পড়ুন-সেরা অভিনেতার পুরস্কার রণবীরের হাতে, কেঁদে ফেললেন গর্বিত দীপিকা

যদিও অভিষেক কড়া জবাবের পর ববি দেওল নামে ওই নেটিজেন অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি বলেন, '' আমি নেহাতই মজার ছলে কথাগুলো বলিছ। অপনিতো যথেষ্ট শান্ত মানুষ। আপনার 'তেরা জাদু চল গয়া' যখন দেখতে গিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। আমার এধরনের মজায় যদি খারাপ লেগে থাকে তাহলে দুঃখিত।  আমি জানি, যেকোনও খ্যাত নামা ব্যাক্তির সন্তানদের উপরই কীধরনের চাপ থাকে। যেমন সচিনের ছেলের উপর রয়েছে। এই চাপ কোনও মানুষের পক্ষেই নেওয়া সম্ভব নয়। '' 

আরও পড়ুন-আলিয়া সঙ্গে সম্পর্ক আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন রণবীর! আলিয়ার সঙ্গে কী ঘটেছে জানেন?

প্রসঙ্গত, শুধু অভিষেকই নন, সোশ্যাল সাইটে বহু তারকাকেই নানান সময় বিভিন্ন আক্রমণের মুখে পড়তে হয়। তবে কেউ তার জবাব দেন। কেউবা এই বিষয়গুলি এড়িয়ে চলেন। অভিষেক অবশ্য এক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে পারেননি। 

আরও পড়ুন- 'মত্ত অবস্থায় প্রথমে বুকে, তারপর নিতম্বে হাত দেয়', পুরুষ হয়েও ছাড় পাননি... বিস্ফোরক অভিনেতা

.