পদ্মাবতীর পাশে থেকে ব্ল্যাক আউটে সামিল টলিউড

'পদ্মাবতী'র মুক্তি রুখতে দেশজুড়ে যে বিক্ষোভ চলছে এবং যেভাবে সিনেমায় ইতিহাস বিকৃত করার অভিযোগ আনা হচ্ছে তার কড়া নিন্দা করেন প্রসেনজিৎ।  তিনি জানান, গণতান্ত্রিক দেশে সবার কথা বলার অধিকার আছে। 'পদ্মাবতী'র ইতিহাস কেউ জানে না, আর তা নিয়ে যা ঘটছে তা অত্যন্ত অশ্লীল বলেই মনে করেন টলিউডের বুম্বাদা।

Updated By: Nov 28, 2017, 03:05 PM IST
পদ্মাবতীর পাশে থেকে ব্ল্যাক আউটে সামিল টলিউড

নিজস্ব প্রতিবেদন : 'পদ্মাবতী'র পাশে দাঁড়াল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও।  মঙ্গলবার ১৫ মিনিটের ব্ল্যাক আউট পালন করল টলিউড।  এদিন দুপুর ১২ টা থেকে ১২.১৫ মিনিট  পর্যন্ত কালো ব্যাজ পরে প্রতীকী ধর্মঘটে সামিল হলেন বাংলার শিল্পী ও কলাকুশলীরা। গীতাঞ্জলি স্টেডিয়ামে ওয়াচমেকারের শুটিং বন্ধ রাখলেন পরিচালক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। টেকনিশিয়ান্সে কালো ব্যাজ পরে ব্ল্যাক আউট করলেন শিল্পী ও কলাকুশলীরা। শুটিং বন্ধের ছবি পোস্ট করলেন দৃষ্টিকোণের পরিচালক কৌশিক গাঙ্গুলিও।

সোমবারই টলিউডের এই ব্ল্যাকআউটের সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক গৌতম ঘোষ। 'পদ্মাবতী'র মুক্তি রুখতে দেশজুড়ে যে বিক্ষোভ চলছে এবং যেভাবে সিনেমায় ইতিহাস বিকৃত করার অভিযোগ আনা হচ্ছে তার কড়া নিন্দা করেন প্রসেনজিৎ।  তিনি জানান, গণতান্ত্রিক দেশে সবার কথা বলার অধিকার আছে। 'পদ্মাবতী'র ইতিহাস কেউ জানে না, আর তা নিয়ে যা ঘটছে তা অত্যন্ত অশ্লীল বলেই মনে করেন টলিউডের বুম্বাদা।  অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে যে ভাষা প্রয়োগ করা হচ্ছে তা ঠিক নয় বলেও জানিয়েছেন প্রসেনজিৎ।

প্রসঙ্গত, এর আগে পদ্মাবতী'র পাশে দাঁড়িয়ে ব্ল্যাক আউটের পথে হেঁটেছিল মুম্বই ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি।  

আরও পড়ুন-  ''গুরুত্বপূর্ণ পদে থেকে পদ্মাবতী নিয়ে মন্তব্য করবেন না,'' কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

.