বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে সরব টলি পাড়ার তারকারা
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মিমি সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
নিজস্ব প্রতিবেদন: বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ঘটনা নিয়ে একে অপরের দিকে আঙুল তুলতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস ও বিজেপি। আদপে ঘটনাটা কারা ঘটিয়েছে তার সদুত্তর অবশ্য মেলেনি। এদিকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় সরব হয়েছেন টালিগঞ্জের তারকারাও। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সৌকর্য ঘোষাল থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মিমি সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
দেখুন কে কী লিখেছেন...
The ones who have no idea about the contributions of “Sri Iswarchandra Vidyasagar” can only stoop down to such shameful act. They have no right to stay in Bengal, let alone rule Bengal. pic.twitter.com/8VyH0zZAZM
— rajchoco (@iamrajchoco) May 15, 2019
যদিও এই মুহূর্তে দেবও মিমি শুধু টলিউড তারকাই নন, তৃণমূল প্রার্থী হিসাবেও তাঁরা ভোটে লড়ছেন।
Bidyashaagor chinhe vote din.
— Srijit Mukherji (@srijitspeaketh) May 15, 2019
আমাদের বর্ণপরিচয়,আমাদের উচ্চারণ, আমাদের ভাষা,আমাদের অস্তিত্ব আক্রান্ত।আমরা বাঁচতে চাই আমাদের ভাষা নিয়ে,বাঁচতে চাই আমাদের বর্ণ পরিচয় নিয়ে।আমাদের বাংলা বিদ্বেষের বাংলা নয়।আমাদের বাংলা রামমোহন রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের বাংলা। হিংসা ভুলে, দ্বেষ ভুলে আসুন নতুন বাংলা গড়ার শপথ নিই। pic.twitter.com/I6VNq62RMu
— Dev (@idevadhikari) May 15, 2019
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে টুইটারে কিছু না লিখলেও পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের টুইটটি শেয়ার করেছেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বর্ণপরিচয়... এবং রিয়ান
Never knew this image would be so relevant in today's time.
Calcutta, Victoria Memorial 2018.#IshwarChandraVidyasagar pic.twitter.com/5QAsCrAIsg— Ram Kamal (@Ramkamal) May 15, 2019
ঘটনার প্রতিবাদে ফেসবুকে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন পরিচালক সৌকর্য ঘোষাল।
ফিল্মি কায়দায় ঘটনার তীব্র নিন্দা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন।
পাশাপাশি সৌকর্য ঘোষালের পোস্টটিও শেয়ার করেছেন ঋদ্ধি।
ঘটনার প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন পরিচালক তথা সাংবাদিক অনিকেত চট্টোপাধ্যায়।
ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন রুদ্রনীল ঘোষ।
এছাড়াও আরও অনেকেই ঘটনার প্রতিবাদে, বাংলা ভাষার উপর এই আক্রমণের প্রতিবাদে সরব হয়েছেন।