ম্যা গো! প্যান্টি শুঁকতে ভাল লাগে, চাঞ্চল্যকর তথ্য ফাঁস হল বিগ বস ১১-র এই প্রতিযোগীর
বিগ বস আর বিতর্ক সমার্থক। কালারসের এই রিয়্যালিটি শোয়ের ফ্যান ফলোইংও কম নয়। আর সেখান থেকেই এবার বেরোল চাঞ্চল্যকর এক তথ্য। বিগ বসের ঘরের বাসিন্দা আকাশ দাদলানির বদভ্যাস ফাঁস করে দিলেন শিল্পা শিন্দে। জানালেন, প্যান্টি শুঁকতে ভালবাসেন আকাশ।
ওয়েব ডেস্ক: বিগ বস আর বিতর্ক সমার্থক। কালারসের এই রিয়্যালিটি শোয়ের ফ্যান ফলোইংও কম নয়। আর সেখান থেকেই এবার বেরোল চাঞ্চল্যকর এক তথ্য। বিগ বসের ঘরের বাসিন্দা আকাশ দাদলানির বদভ্যাস ফাঁস করে দিলেন শিল্পা শিন্দে। জানালেন, প্যান্টি শুঁকতে ভালবাসেন আকাশ।
বিগ বসের ফিনালের আগে সম্প্রতি ঘরের বাসিন্দাদের সঙ্গে সাংবাদিকদের কথা বলার ব্যবস্থা করেছিল কালারস কর্তৃপক্ষ। সেই সাংবাদিক বৈঠকেই ফাঁস হয় এই মারাত্মক তথ্য। সেখানেই আকাশ দাদলানিকে দেখিয়ে শিল্পা শিন্দে বলেন, ও প্যান্টি শুঁকতে ভালবাসে। সাংবাদিকদের একটি ঘটনার বর্ণনাও দেন তিনি।
আরও পড়ুন - কলকাতা থেকে বিয়ের গয়না কিনে নিয়ে গেলেন সোনম কাপুর
তবে শিল্পার এই অভিযোগ খারিজ করে দেন আকাশ। বলেন, এমন কিছু কখনো করেননি তিনি। যদিও বিগ বসের পর্ব থেকে এই অংশ সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
সূত্রের খবর অনুসারে আকাশ বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর শিল্পা শিন্দে, হিনা খান ও বিকাশ গুপ্তা ও পুনিশ শর্মা ঘরে রয়েছেন। বিগ বস জয়ের দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছেন শিল্পাই। ১৪ জানুয়ারি সম্প্রচারিত হবে বিগ বসের গ্র্যান্ড ফিনালে।