মৃত শ্রীদেবীকে পুরস্কৃত করতে বারণ করেছিলাম : শেখর কাপুর

প্রত্যেক দিন নতুন করে ভোটাভুটি করেও আমরা বারবার শ্রীদেবীতে এসেই থামতাম...আমরা আসলে সকলে তাঁর সঙ্গে আবেগের বন্ধনে আবদ্ধ, বলেছেন শেখর।

Updated By: Apr 13, 2018, 07:56 PM IST
মৃত শ্রীদেবীকে পুরস্কৃত করতে বারণ করেছিলাম : শেখর কাপুর

নিজস্ব প্রতিবেদন: শ্রীদেবীর মৃত্যু হয়েছে, তাই তাঁকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়ার প্রয়োজন নেই। এর ফলে, প্রতিভাবান তরুণ অভিনেত্রীদের প্রতি অন্যায় করা হল।  এমনটাই বললেন চিত্র পরিচালক তথা জাতীয় পুরস্কারের জুরি বোর্ডের প্রধান শেখর কাপুর।

৬৫তম জাতীয় পুরস্কারের মঞ্চে 'মম' ছবিতে অভিনয় করে দেশের শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন সদ্য প্রয়াত শ্রীদেবী। শুক্রবারই ঘোষিত হয়েছে এই পুরস্কার। এরপরই শেখর বলেন, "...বিশ্বাস করুন, এই পুরস্কার তাঁর (শ্রীদেবী) সঙ্গে আমার সম্পর্কের জন্য নয়। প্রত্যেকদিন সকালে আমি অন্যান্য জুরিদের বলতাম, দয়া করে অন্য কাউকে নির্বাচিত করুন। কারণ, এক মৃত ব্যক্তিকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দিলে, দেশের অনেক সম্ভবনাময় অভিনেত্রীর সঙ্গে অন্যায় করা হবে। কিন্তু, প্রত্যেক দিন নতুন করে ভোটাভুটি করেও আমরা বারবার শ্রীদেবীতে এসেই থামতাম...আমরা আসলে সকলে তাঁর সঙ্গে আবেগের বন্ধনে আবদ্ধ"। আরও পড়ুন- ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা অভিনেত্রী শ্রীদেবী, সেরা অভিনেতা ঋদ্ধি

 শেখর কাপুরের এমন মন্তব্য শুনে আপত্তি জানিয়েছেন 'মম'-এর পরিচালক রবি উদয়াওয়ার। রবি বলেন, "তিনি (শ্রীদেবী) এই পুরস্কারের যোগ্য। আমি এই খবরটা শুনে অত্যন্ত খুশি হয়েছি, কারণ এটা আমাদের সবার কাজের স্বীকৃতিও বটে। এই মুহূর্তে আমরা সবাই তাঁর অভাব অনুভব করছি প্রবলভাবে"। আরও পড়ুন- সলমনই নাকি 'সেক্সিয়েস্ট ম্যান', মন্তব্য ঐশ্বর্যর

.