চোখ ধাঁধানো এই মণ্ডপেই বিয়ে সারলেন প্রীতি

কয়েক সপ্তাহ ধরেই বলিউডে একটা বিয়ে বিয়ে হাওয়া বইছিল। যদিও কানাঘুষো ছাড়া সে বিয়ের কিছুই জানা যায়নি। খবরটা সত্যি কিনা সে নিয়েও শেষ বেলা পর্যন্ত ছিল 'কনফিউশন'।

Updated By: Mar 1, 2016, 06:34 PM IST
চোখ ধাঁধানো এই মণ্ডপেই বিয়ে সারলেন প্রীতি
এই মণ্ডপেই বিয়ে করলেন প্রীতি

ওয়েব ডেস্ক: কয়েক সপ্তাহ ধরেই বলিউডে একটা বিয়ে বিয়ে হাওয়া বইছিল। যদিও কানাঘুষো ছাড়া সে বিয়ের কিছুই জানা যায়নি। খবরটা সত্যি কিনা সে নিয়েও শেষ বেলা পর্যন্ত ছিল 'কনফিউশন'। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মার্কিম মুলুকে প্রীতি বিয়ে করলেন তার মার্কিন 'বয়ফ্রেণ্ড' গেনে গুডেনাফকে।

এখনও এই নব দম্পতির দেখা পাওয়া না গেলেও ছবি পাওয়া গেল সেই মণ্ডপের যেখানে বিয়ে করলেন প্রীতি। লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে আয়োজন করা হয়েছিল বিয়ের। লাল, সাদা ও গোলাপি রঙয়ের এই সুন্দর মণ্ডপ থেকে দেখা যাচ্ছিল প্রায় গোটা লস অ্যাঞ্জেলস। 

.