দ্য মেকিং অফ পথের পাঁচালি, সত্যজিতের ভূমিকায় কিউ

সত্যজিতের পথের পাঁচালির কাজ নিয়ে ছবি করতে চলেছেন লেখক-পরিচালক উদয়ন নাম্বুদিরি। কৌস্তুভ রায় প্রযোজিত দ্য মেকিং অফ পথের পাঁচালি ছবিতে সত্যজিতের ভূমিকায় অভিনয় করছেন কিউ। পথের পাঁচালির মুক্তির ৬০ বছর পর মুক্তি পেতে চলেছে এই ছবি।

Updated By: May 21, 2015, 04:17 PM IST
দ্য মেকিং অফ পথের পাঁচালি, সত্যজিতের ভূমিকায় কিউ

ওয়েব ডেস্ক: সত্যজিতের পথের পাঁচালির কাজ নিয়ে ছবি করতে চলেছেন লেখক-পরিচালক উদয়ন নাম্বুদিরি। কৌস্তুভ রায় প্রযোজিত দ্য মেকিং অফ পথের পাঁচালি ছবিতে সত্যজিতের ভূমিকায় অভিনয় করছেন কিউ। পথের পাঁচালির মুক্তির ৬০ বছর পর মুক্তি পেতে চলেছে এই ছবি।

এর মধ্যেই ছবির জন্য অনুমোদন পাওয়া গিয়েছে রায় পরিবারের তরফে। আপাতত ছবির কাস্টিং নিয়ে ব্যস্ত রয়েছেন পরিচালক। মোট ১৫০টি চরিত্র রয়েছে ছবিত। অন্যদিকে, উচ্ছ্বসিত প্রযোজক কৌস্তুভ জানালেন, "শুধু সত্যজিত্‍ নন, তত্কালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের চরিত্রও থাকবে ছবিতে।" পথের পাঁচালির জন্য সরকারি তহবিল পেতে সাহায্য করেছিলেন বিধান রায়। আগামী বছর ২ মে, অর্থাত্‍ সত্যজিতের জন্মদিনের আগেই ছবির কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন কৌস্তুভ।

ডা. বিধান চন্দ্র রায়ের চরিত্রে অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। জানালেন, "চিত্রনাট্য খুব কঠিন। মানিকদা কীভাবে মাসের পর মাস অপেক্ষা করার পর বিধান রায় নিজে ওনাকে সাহায্য করেন সেই কাহিনি দেখা যাবে ছবিতে। বহু বছর সংগ্রামের পর এই ছবিটি তৈরি করেন মানিকদা।" ছবিতে আর্ট ডিরেক্টর বংশী চন্দ্রগুপ্তর চরিত্রে অভিনয় করছেন রাহুল ব্যানার্জি। ছবির সেট ডিজাইন করবেন ইন্দ্রনীল ঘোষ। চোখের বালি, ভূতের ভবিষ্যতের মতো ছবির আর্ট ডিরেক্টর ছিলেন তিনি। জানালেন, "ছবির সেটের মধ্যে দিয়ে ওই সময়কে ধরার চেষ্টা করছি আমি। তবে ডামি সেট তৈরি করা হবে নাকি লোকেশনে শুট করা হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোরালের মতো দেখতে একটি গ্রামের খোঁজে রয়েছি আমরা। কিন্তু সমস্যা হল এখন সব গ্রামেই ল্যাম্পপোস্ট রয়েছে। বাড়িঘরের চেহারাও বদলে গিয়েছে। তবে যদি অনুমতি পাওয়া যায় তাহলে ডা. বিধান রায়ের অংশ মহাকরণে শুটিং করা যেতে পারে।"

আগামী জুলাই মাসেই শুরু হবে শুটিং।

 

.