গঙ্গায় ভাসা মৃতদেহগুলি আসলে নাইজেরিয়ার, দাবি তুললেন কঙ্গনা
ইদের দিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা।
নিজস্ব প্রতিেদন- আবার বিতর্কিত কঙ্গনা রানাউত। ইদের দিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা। তাতে তাঁকে বলতে শোনা যায় যে, করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন গঙ্গায় ভাসা মৃতদেহের ছবি আসলে নাইজেরিয়ার লাশের ছবি। কী বলতে চাইলেন কঙ্গনা? তিনি স্পষ্ট বললেন যে, 'সম্প্রতি গঙ্গায় লাশের যে ছবি চারদিকে প্রচার করা হচ্ছে, তা আদতে গঙ্গার ছবিই নয়। নাইজেরিয়ায় একটি নদিতে ফেলে দেওয়া মৃতদেহের ছবিকে গঙ্গার লাশ বলে চালানো হচ্ছে। এটা আসলে দেশকে নীচে নামানোর অপচেষ্টা'। বেশ কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশ, বিহারে গঙ্গায় ভেসে আসা লাশের ছবি এসে পৌঁছচ্ছে। মৃতদেহগুলি কোভিডে আক্রান্ত রোগীদের বলেই মনে করা হচ্ছে। তাই নিয়ে স্পষ্ট কোনও প্রমাণ না থাকলেও, ঘটনার ভয়াবহতায় গোটা দেশ স্তম্ভিত। সেইসময়ে দাঁড়িয়ে ভিডিয়োটাকেই কঙ্গনা ভুয়ো বলে দিলেন।
আরও পড়ুন: 'হম হার নেহি মানেঙ্গে', করোনা যোদ্ধাদের জন্য পাশে পাওয়ার প্যাকড Varun
কঙ্গনা রানাউতের কাছে অবশ্য এই ধরণের বিতর্কিত মন্তব্য করা নতুন কিছু নয়। সম্প্রতি, ইজরায়েল -প্যালেস্টাইনের যুদ্ধ নিয়েও বিতর্কিত পোস্ট করেন অভিনেতা। তিনি লেখেন, 'উগ্র ইসলামি সন্ত্রাসের হাত থেকে দেশকে রক্ষা করা যে কোনও জাতির মৌলিক অধিকার, ভারত ইজরায়েলের পাশে আছে'। এরপর নিজের টুইটারে সম্প্রীতি বজায় রাখা নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান একটি পোস্ট করলে, তাঁর সঙ্গেও নেটমাধ্যমে বিতর্কে জড়ান কঙ্গনা। এর কিছুদিন আগেই বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্তব্য করতে গিয়ে 'হেটস্পিচ' ছড়ানোর অভিযোগে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হয়। তারপর থেকেই ইনস্টাগ্রামে নানা বিতর্কিত ভিডিয়ো পোস্ট করছেন তিনি।