শরীরী প্রশ্নে সানির পাশে আমির, শত কোটির ধন্যবাদ লিওনের

পর্ন স্টার থেকে বলিউডের হার্ট থ্রব। খুব একটা সহজ কাজ ছিল না! কঠিন লড়াইয়ে সানি এখন জয়ী। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি সানি লিওনের। বারবার শিরনামে এসেছেন সানি, কখনও তাঁর 'ইরিওটিক' আবেদন, কখনও সিনেমার প্রচার, আবার কখনও সিনেমার ট্রেলর বিতর্ক। সম্প্রতি সানি লিওনে একটি নিউজ চ্যানলে আরও এক বিতর্কের সম্মুখীন হন। "আপনি কি মনে করেন, আপনার শরীর আপনাকে সব জায়গায় নিয়ে যেতে পারবে?" সাংবাদিকের এই প্রশ্নেই শুরু হয় নয়া বিতর্ক। সানির পাশে দাঁড়িয়ে ট্যুইট করেন বলিউডের 'মিস্টার পারফেক্টশনিস্ট' বলেন, "সানির যথেষ্ট সম্ভ্রম আছে। আমি খুব খুশি হব, কখনও ওর সঙ্গে কাজ করতে পারলে। ওর অতীত নিয়ে আমার কোনও মাথা ব্যাথা নেই। ওই টিভি সঞ্চালককে একই প্রশ্ন করার ইচ্ছে আমার আছে!"

Updated By: Mar 7, 2016, 05:17 PM IST
শরীরী প্রশ্নে সানির পাশে আমির, শত কোটির ধন্যবাদ লিওনের

ওয়েব ডেস্ক: পর্ন স্টার থেকে বলিউডের হার্ট থ্রব। খুব একটা সহজ কাজ ছিল না! কঠিন লড়াইয়ে সানি এখন জয়ী। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি সানি লিওনের। বারবার শিরনামে এসেছেন সানি, কখনও তাঁর 'ইরিওটিক' আবেদন, কখনও সিনেমার প্রচার, আবার কখনও সিনেমার ট্রেলর বিতর্ক। সম্প্রতি সানি লিওনে একটি নিউজ চ্যানলে আরও এক বিতর্কের সম্মুখীন হন। "আপনি কি মনে করেন, আপনার শরীর আপনাকে সব জায়গায় নিয়ে যেতে পারবে?" সাংবাদিকের এই প্রশ্নেই শুরু হয় নয়া বিতর্ক। সানির পাশে দাঁড়িয়ে ট্যুইট করেন বলিউডের 'মিস্টার পারফেক্টশনিস্ট' বলেন, "সানির যথেষ্ট সম্ভ্রম আছে। আমি খুব খুশি হব, কখনও ওর সঙ্গে কাজ করতে পারলে। ওর অতীত নিয়ে আমার কোনও মাথা ব্যাথা নেই। ওই টিভি সঞ্চালককে একই প্রশ্ন করার ইচ্ছে আমার আছে!"

এই ট্যুইট দেখে আপ্লুত সানি। আমিরকে ধন্যবাদ জানিয়েছেন সানি লিওনে, এমনকি তাঁর সঙ্গে দেখা করারও ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

.