বক্স অফিসে ২দিনে অজয়ের 'তনাজি'র কাছে পাত্তাও পেল না দীপিকার 'ছপক'
তনাজি-র ব্যবসার পরিমাণ ৩৫.৬৭ কোটি।
নিজস্ব প্রতিবেদন : বক্স অফিসে দীপিকার (Deeika Padukone) 'ছপক' (Chapaak) কে ছাপিয়ে গেল অজয়-কাজল-সইফ জুটির তনাজি: দ্যা আনসাং ওয়ারিয়র (Tanhji: The Unsung Warrior)। বক্স অফিসে তনাজির কাছে পাত্তাও না ছপক। মাত্র ২ দিনে 'ছপক'(Chapaak)-এর ব্যবসার পরিমাণ যেখানে ১১.৬৭ কোটি। সেখানে তনাজি-র ব্যবসার পরিমাণ ৩৫.৬৭ কোটি।
ফিল্ম সমালোচক তরণ আদর্শ দুটি ছবির দু-দিনের ব্যবসর পরিমাণ টুইট করে জানিয়েছেন। তরণ আদর্শকের দাবি মত শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তির প্রথম দিন 'ছপক'-এর বক্স অফিস কালেকশন ছিল ৪.৭৭ আর দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার বক্স অফিস (Box Office) কালেকশন ছিল ৬.৯০ কোটি টাকা। অর্থাৎ দুদিন মিলিয়ে দীপিকার 'ছপক'(Chapaak)-এর মোট ব্যবসার পরিমান ১১.৬৭ কোটি টাকা। অন্যদিকে তরণ আদর্শের দাবি মত তনাজি: দ্যা আনসাং ওয়ারিয়র (Tanhji: The Unsung Warrior)-এর শুক্রবারের বক্স অফিস কালেকশন ছিল ১৫.১০ কোটি টাকা। শনিবার তনাজির বক্স অফিস কালেকশন হয় ২০.৫৭ কোটি টাকা। দুদিনের ব্যবসা মিলিয়ে এই ছবির মোট বক্স অফিস কালেকশন দাঁড়ায় ৩৫.৬৭ কোটি টাকা।
#Chhapaak witnesses an upward trend on Day 2, but the 2-day total is underwhelming... Decent at premium multiplexes, but unable to connect *and* collect beyond metros... Needs to cover lost ground on Day 3... Fri 4.77 cr, Sat 6.90 cr. Total: ₹ 11.67 cr. #India biz.
— taran adarsh (@taran_adarsh) January 12, 2020
#Tanhaji roars on Day 2... Metros *and* mass belt, multiplexes *and* single screens, #Tanhaji is simply remarkable... #Maharashtra is record-smashing... Other circuits - decent on Day 1 - join the celebrations on Day 2... Fri 15.10 cr, Sat 20.57 cr. Total: ₹ 35.67 cr. #India biz
— taran adarsh (@taran_adarsh) January 12, 2020
মারাঠা আবেগ জড়িয়ে থাকায় মহারাষ্ট্রে তনাজির ব্যবসার পরিমান বেশ ভালো বলেই জানা যাচ্ছে। তবে শুধু মহারাষ্ট্রেই নয়, পূর্ব পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, বাংলাতেও তনাজি: দ্যা আনসাং ওয়ারিয়রের ৬০-৭০ শতাংশ ব্যবসা করেছে। যেখানে 'ছপক'-এর ব্যবসার পরিমান মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ। জানা যাচ্ছে গোটা দেশ দুড়ে ৪০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অজয়-কাজল-সইফ জুটির এই ছবি।
প্রসঙ্গত মেঘনা গুলজার পরিচালিত ছবি 'ছপক'-এর উঠে এসেছে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ঘটনা। অন্যদিকে তনাজি: দ্যা আনসাং ওয়ারিয়র-এ উঠে এসেছে মারাঠা বীর তনাজি মালসুরের সাহসিকতার বীরগাথা।